shono
Advertisement
Fifty Rupees Coin

বাজারে ৫০ টাকার কয়েন নিয়ে জল্পনা, দিল্লি হাই কোর্টে কী জানাল কেন্দ্র?

দৃষ্টিহীনদের স্বার্থে ৫০ টাকার কয়েনের দাবি উঠেছিল।
Published By: Kishore GhoshPosted: 08:45 PM Jul 09, 2025Updated: 08:45 PM Jul 09, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নোটবন্দির পর থেকেই শঙ্কিত আমজনতা। কখন কোন নোট তুলে নেয় সরকার, কিংবা হয়তো নতুন নোট চালু হল। তাতে করে সেবারের মতো ঝক্কি সামলাতে হবে না তো! সম্প্রতি জল্পনা ছড়ায় যে বাজারে আসছে ৫০ টাকার কয়েন। যদিও বুধবার এক বিবৃতিতে কেন্দ্রের তরফে জানানো হল, বাজারে আদৌ আসছে না এই ধরনের কয়েন। কিন্তু ৫০ টাকার কয়েন আসছে, হঠাৎ এমন জল্পনা ছড়াল কেন?

Advertisement

নেপথ্যে দিল্লি হাই কোর্টের একটি জনস্বার্থ মামলা। যেখানে বলা হয়, বাজারে ১ টাকা, ২ টাকা, ৫ টাকা, ১০ টাকা ও ২০ টাকার কয়েন থাকলেও, ৫০ টাকার কোনও কয়েন নেই। দৃষ্টিহীনদের সুবিধার্থে ৫০ টাকার কয়েন আনার আবেদন করা হয়। যদিও ২০২২ সালের কেন্দ্রীয় সমীক্ষায় উঠে এসেছিল, ভারী কয়েন নয়, ওজনে হালকা নোটই পছন্দ করেন সাধারণ মানুষ। ওই সমীক্ষা মাথায় রেখে ৫০ টাকার কয়েন আনার ভাবনা বাতিল করে কেন্দ্রীয় সরকার। দিল্লি হাই কোর্টে হলফনামা দিয়ে সেকথা জানিয়েও দেয় কেন্দ্র।

যদিও জনস্বার্থ মামলাটিতে একটি যুক্তি তুলে ধরেন মামলাকারীরা। সেখানে বলা হয়, অধিকাংশ নোট এমনভাবে ডিজাইন করা হয়েছে, যাতে দৃষ্টিহীন ব্যক্তিরা স্পর্শ দিয়ে চিনতে পারেন, কিন্তু ৫০ টাকার নোটে এমন কোনও বৈশিষ্ট্য নেই। ঠিক এই কারণেই ৫০ টাকার কয়েন আনার প্রস্তাব দেওয়া হয়েছিল। যদিও আপাতত এই প্রস্তাব খারিজ করেছে কেন্দ্র।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • নেপথ্যে দিল্লি হাই কোর্টের একটি জনস্বার্থ মামলা।
  • জনস্বার্থ মামলায় ৫০ টাকার কয়েনের পক্ষে একাধিক যুক্তি তুলে ধরেন মামলাকারীরা।
Advertisement