সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চলতি মাসেই তিরুপতি মন্দিরে পদপিষ্টের ঘটনায় মৃত্যু হয়েছিল ৬ জন ভক্তের। এর আগে মন্দিরের প্রসাদী লাড্ডুর কাউন্টারে আগুন লাগার ঘটনাও ঘটে। তিরুপতি মন্দির চত্বরে পর পর এই দুর্ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছিল কেন্দ্র। যদিও সমাজমাধ্যমে ভক্তদের ব্যাপক সমালোচনার মুখে পড়ে ওই সিদ্ধান্ত বাতিল করল কেন্দ্রীয় সরকার।
ভারতের ভুবনখ্যাত মন্দিরে পর পর দুর্ঘটনায় উদ্বেগ প্রকাশ করে কেন্দ্রীয় সরকার। এরপর তিরুপতি মন্দিরে গিয়ে পরিস্থিতি খতিয়ে দেখার নির্দেশ দিয়েছিল স্বরাষ্ট্র মন্ত্রক। এই বিষয়ে দায়িত্ব দেওয়া হয়েছিল সচিব সঞ্জীবকুমার জিন্দলকে। রবি ও সোমবার তাঁর মন্দিরে যাওয়ার কথা ছিল। যদিও এই নির্দেশিকা প্রকাশ্যে আসতেই ভক্তদের মধ্য গুঞ্জন শুরু হয়---তিরুপতিতে হস্তক্ষেপ করছে কেন্দ্র। সামাজিকমাধ্যমে ব্যাপক সমালোচনা শুরু হয়েছিল। শেষমেশ ভক্তদের এই বিরোধিতার মুখে পিছু হটল কেন্দ্র।
গত ৮ জানুয়ারি টিকিট বিলি ঘিরে হুড়োহুড়িতে তিরুপতি মন্দিরে পদপিষ্ট হয়ে মৃত্যু হয়েছিল ৬ জনের। জখম হন আরও কয়েক জন। এই ঘটনায় শোকপ্রকাশ করেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নায়ডু। মন্দিরে নিরাপত্তা নিয়ে প্রশ্ন ওঠে। যদিও চন্দ্রবাবু নায়ড়ুর সরকারের তরফে দাবি করা হয়, বৈকুণ্ঠ একাদশী উপলক্ষে পর্যাপ্ত পুলিশি ব্যবস্থা ছিল। এই ঘটনার দিন কয়েক পরেই ১৩ জানুয়ারি মন্দির চত্বরের সামনে তিরুমালার লাড্ডু বিতরণকেন্দ্রে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
