সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ওয়াকফ সংশোধনী আইনের প্রতিবাদে দেশজুড়ে প্রতিবাদ। আইনটি মুসলিমদের মৌলিক অধিকার 'খর্বকারী' আইনটি প্রত্যাহারের দাবি উঠছে নানা মহলে। এই পরিস্থিতিতে বুধবার ওয়াকফ সংক্রান্ত প্রায় ৭৩ টি মামলার শুনানিতে এ বিষয়ে একাধিক প্রশ্ন তুলেছে সুপ্রিম কোর্ট। সরকারপক্ষ ও মামলাকারীদের আইনজীবীদের সওয়াল-জবাবের পর বিভিন্ন পক্ষের বক্তব্য শুনতে চায় প্রধান বিচারপতির বেঞ্চ। তার মধ্যে বিশেষ উল্লেখযোগ্য, ওয়াকফ প্রতিবাদে হিংসার ঘটনায় উদ্বেগপ্রকাশ করলেন প্রধান বিচারপতি। তাঁর মন্তব্য, ''এটা অত্যন্ত আশঙ্কার বিষয়। আমরা চিন্তিত। এনিয়ে কোনও সিদ্ধান্ত নিতে হবে।''
বুধবার দুপুরে ওয়াকফ সংশোধনী আইন নিয়ে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না, বিচারপতি সঞ্জয় কুমার ও বিচারপতি কেভি বিশ্বনাথনের বেঞ্চে সওয়াল-জবাব শুরু হয়। একের পর এক বক্তব্য রাখেন বিভিন্ন পক্ষের আইনজীবীরা। কেন্দ্রের হয়ে সওয়াল করেন সলিসিটার জেনারেল তুষার মেহতা। তাঁর বক্তব্য, নয়া ওয়াকফ আইনের বিরোধিতায় প্রতিবাদ চলছে। বিভিন্ন রাজ্যে ছড়াচ্ছে হিংসাও। এভাবে হিংসা ছড়িয়ে আইন প্রত্যাহারের জন্য চাপ দেওয়া হচ্ছে। কিন্তু এটা কোনও কৌশল হতে পারে না।তাঁর এই বক্তব্য শুনে উদ্বেগপ্রকাশ করেন প্রধান বিচারপতি সঞ্জীব খান্না। তিনি মন্তব্য করেন, ''এটা খুবই উদ্বেগের। আমরা চিন্তিত। অবিলম্বে তা বন্ধ করতে হবে। কোনও একটা সিদ্ধান্ত নিতে হবে।''
উল্লেখ্য, ওয়াকফ প্রতিবাদে বাংলার মুর্শিদাবাদ, দক্ষিণ ২৪ পরগনার কয়েকটি এলাকায় অশান্তির ঘটনা ঘটেছে। মাঝে পড়ে মুর্শিদাবাদে মোট ৩ জনের মৃত্যু হয়েছে। একাধিক বাড়িঘর পুড়েছে, সম্পত্তি নষ্ট হয়েছে। শুধু বাংলায় নয়, অসম, ত্রিপুরা, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশেও একই ধরনের অশান্তির নজির রয়েছে। সেসব বিস্তারিত তুলে ধরা হয় এদিনের শুনানিতে। তাতেই চরম উদ্বেগ প্রকাশ করেন প্রধান বিচারপতি। বৃহস্পতিবার দুপুরে ফের ওয়াকফ মামলার শুনানি।
