shono
Advertisement
CJI

একাধিক রায়ে আইনজীবীদের শাস্তি! বিচারপতির অবসরে সংবর্ধনাই দিল না সুপ্রিম কোর্টের বার অ্যাসোসিয়েশন

বার অ্যাসোসিয়েশনের সিদ্ধান্তে ক্ষুব্ধ প্রধান বিচারপতি বি আর গাভাই।
Published By: Subhajit MandalPosted: 04:03 PM May 17, 2025Updated: 04:03 PM May 17, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একাধিক রায়ে আইনজীবীদের টার্গেট করার অভিযোগ। সুপ্রিম কোর্টের বিচারপতি বেলা এম ত্রিবেদীর বিদায় সংবর্ধনাও বয়কট করল সুপ্রিম কোর্টের বার অ্যাসোসিয়েশন। যা নিয়ে ক্ষুব্ধ প্রধান বিচারপতি বি আর গাভাই।

Advertisement

বিদায় সংবর্ধনা না দেওয়ার বিষয়ে সুপ্রিম কোর্টের বার অ্যাসোসিয়েশনের সিদ্ধান্তের সমালোচনা করলেন প্রধান। শুক্রবার পদত্যাগ করলেন সুপ্রিম কোর্টের ৭৫ বছরের ইতিহাসে দশম মহিলা বিচারপতি বেলা এম ত্রিবেদী। কাগজে কলমে তাঁর ইস্তফা ৯ জুন থেকে। কিন্তু শুক্রবারই শেষবারের জন্য দপ্তরের এসেছিলেন তিনি। সেই কারণে শেষ কাজের দিনে তাঁকে নিয়মমাফিক সংবর্ধনা দেওয়ার কথা ছিল। কিন্তু তাঁকে বিদায় সংবর্ধনা দেওয়ার বিষয়ে সায় দেয়নি সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন।

কেন বেলা ত্রিবেদীর বিদায় সংবর্ধনা বয়কট? বার অ্যাসোসিয়েশনের অভিযোগ, বেলা ত্রিবেদী বিচারপতির আসনে বসে একাধিকবার আইনজীবীদের টার্গেট করছেন। এমনকী গত বছর একটি মামলায় এক আইনজীবীকে সাক্ষ্যগোপন করার অভিযোগে তিনি সাজাও দেন। বারবার ক্ষমা চেয়েও রেহাই পাননি ওই আইনজীবী। সেকারণেই বিচারপতির অবসরে বার অ্যাসোসিয়েশনের তরফে কোনও সংবর্ধনার ব্যবস্থা করা হয়নি। তবে বার অ্যাসোসিয়েশনের তরফে বিদায় সংবর্ধনা না দেওয়া হলেও শুক্রবারের অনুষ্ঠানে এসেছিলেন বার অ্যাসোসিয়েশনের সভাপতি কপিল সিব্বাল এবং সহ-সভাপতি রচনা শ্রীবাস্তব। তাঁদের ব্যক্তিগতভাবে ধন্যবাদ জানিয়েছেন প্রধান বিচারপতি গাভাই। বিচারপতি ত্রিবেদীকে অত্যন্ত নিরপেক্ষ এবং ভালো একজন বিচারপতি হিসাবেও উল্লেখ করেন তিনি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • একাধিক রায়ে আইনজীবীদের টার্গেট করার অভিযোগ।
  • সুপ্রিম কোর্টের বিচারপতি বেলা এম ত্রিবেদীর বিদায় সংবর্ধনাও বয়কট করল সুপ্রিম কোর্টের বার অ্যাসোসিয়েশন।
  • যা নিয়ে ক্ষুব্ধ প্রধান বিচারপতি বি আর গাভাই।
Advertisement