সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তুরস্কে দলীয় দপ্তর রয়েছে কংগ্রেসের! এমন গুরুতর অভিযোগের ভিত্তিতে সংবাদমাধ্যম রিপাবলিক টিভির সঞ্চালক অর্ণব গোস্বামী ও বিজেপি নেতা অমিত মালব্যের মানহানি মামলা দায়ের করল হাত শিবির। কংগ্রেসের অভিযোগ, এহেন মিথ্যে দাবি করে দেশে কংগ্রেসের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা হয়েছে। এই ঘটনা দেশের নিরাপত্তাকে দুর্বল করা ও গণতন্ত্রের উপর সরাসরি হামলা।
অপারেশন সিঁদুরের পর যুদ্ধবিমান ধ্বংস, পাকিস্তানকে হামলার তথ্য আগেই জানিয়ে দেওয়ার মতো ঘটনায় মোদি সরকারের জবাব চেয়েছেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। পালটা তাঁকে বর্তমান সময়ের মীরজাফর বলে তোপ দেগেছে কংগ্রেস। ভারত-পাক সংঘর্ষকে কেন্দ্র করে দেশে রাজনৈতিক টানাপোড়েনের মাঝেই সংবাদমাধ্যম রিপাবলিক টিভির সঞ্চালক অর্ণব গোস্বামী দাবি করে, যুদ্ধে পাকিস্তানের সহযোগী দেশ তুরস্কে দলীয় অফিস রয়েছে কংগ্রেস। সেই দাবি সোশাল মিডিয়ায় প্রচার করেন বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য। গুরুতর এই অভিযোগ সামনে আসতেই শোরগোল পড়ে যায় দেশে। এই দাবিকে সর্বৈব মিথ্যা বলে অভিযোগ করে অর্ণব ও অমিত মালব্যের বিরুদ্ধে মানহানি মামলা দায়ের করা হয়েছে।
এই মামলার কপি সোশাল মিডিয়ায় শেয়ার করা হয়েছে কংগ্রেসের তরফে। কংগ্রেসের যুব কংগ্রেসের আইটি সেলের প্রধান শ্রীকান্ত স্বরূপ বলেন, 'যে দাবি করা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা। তুরস্কে আমাদের কোনও দলীয় দপ্তর নেই। এই দুইজন দেশের জনগণের সঙ্গে প্রতারণা করেছেন। বিতর্কিত ওই বয়ানে দেশের সর্বভারতীয় রাজনৈতিক দলকে বদনাম করার চেষ্টার পাশাপাশি দেশপ্রেমী ভাবনায় আঘাতের সামিল। আমরাও এর শেষ দেখে ছাড়ব।'
এদিকে অপারেশন সিঁদুরে ভারতের যুদ্ধ বিমান ধ্বংসের তথ্য চাওয়ার জেরে রাহুল গান্ধীকে নিশানা করেছেন অমিত মালব্য। তিনি বলেন, 'রাহুল গান্ধী পাকিস্তানের ভাষায় কথা বলছেন অপারেশন সিঁদুরের সাফল্যের জন্য একবারও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে অভিনন্দন জানাননি উনি। অথচ প্রশ্ন তুলছেন যুদ্ধে আমরা কতগুলি বিমান খুঁইয়েছি। এর উত্তর ইতিমধ্যেই সেনার তরফে দেওয়া হয়েছে।' এর পাশাপাশি আরও একটি ছবি শেয়ার করেন অমিত। যেখানে দেখা গিয়েছে একফ্রেমে রাহুল ও মুনিরের অর্ধেক মুখ। যার ক্যাপশনে লেখা, 'রাহুল গান্ধী হলেন আধুনিক যুগের মীরজাফর।'
