shono
Advertisement

ঐক্য লোক দেখানো! জোট আলোচনার মধ্যে কেজরিওয়ালকে ‘হিটলার’ কটাক্ষ কংগ্রেসের

পাঞ্জাবে আসন সমঝোতা নিয়ে তুঙ্গে আপ-কংগ্রেসের দ্বন্দ্ব।
Posted: 08:21 PM Jan 17, 2024Updated: 08:21 PM Jan 17, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অরবিন্দ কেজরিওয়ালকে (Arvind Kejriwal) দেখতে অ্যাডলফ হিটলারের মত! বিতর্কিত মন্তব্য করলেন পাঞ্জাবের (Punjab) কংগ্রেস (Congress) নেতা প্রতাপ সিং বাজওয়া। উল্লেখ্য, স্থানীয় নির্বাচনে আপ (AAP) ও কংগ্রেসের ঐক্যের বার্তা দিয়ে ছবি পোস্ট করেছিল দুই দল। বৈঠকে বসেছিলেন দুদলের নেতা রাঘব চাড্ডা ও পবন বনসল। তার পরেই কংগ্রেস নেতার বিতর্কিত মন্তব্য। আসন সমঝোতা নিয়ে বারবার মতানৈক্যের পাশাপাশি দলীয় নেতাদের এমন বেফাঁস মন্তব্য, দুয়ে মিলে আখেরে বিপাকে পড়বে ইন্ডিয়া জোট, এমনটাই অনুমান।

Advertisement

বুধবার কংগ্রেস নেতা বাজওয়া বলেন, “ওদের একটা পরামর্শ দিতে চাই। দেওয়াল থেকে বাবাসাহেব আম্বেদকর আর ভগৎ সিংয়ের ছবি নামিয়ে ফেলে হিটলারের ছবি টাঙিয়ে দিক। খেয়াল করলে বুঝতে পারবেন, এক আপ নেতাকে দেখতে অনেকটা হিটলারের মতোই।” পাঞ্জাবে আসলে হিটলারি শাসন চালাচ্ছে আপ, এই কথাও শোনা যায় কংগ্রেস নেতার মুখে। তার পরেই তুঙ্গে বিতর্ক।

[আরও পড়ুন: মমতাকে চটানো যাবে না, অধীরদের বার্তা রাহুলের]

উল্লেখ্য, চণ্ডীগড়ের মেয়র নির্বাচনে একসঙ্গে লড়ছে আপ ও কংগ্রেস। সেই সিদ্ধান্তকে ‘সাফল্য’ হিসাবে তুলে ধরেছিলেন রাঘব চাড্ডা। কিন্তু সাফল্য ঘোষণার পরের দিনই দুবার ধাক্কা খেল পাঞ্জাবে আপ-কংগ্রেসের সমঝোতা। বুধবারই সেরাজ্যের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান বলেছিলেন, পাঞ্জাবের ১৩ লোকসভা আসনের ১৩টিতেই জিতবে আপ। অর্থাৎ ১৩ আসনেই প্রার্থী দেবে সেরাজ্যের শাসকদল। কোনও আসন ছাড়া হবে না কংগ্রেসের জন্য। অর্থাৎ বকলমে পাঞ্জাবে ভেস্তে যাচ্ছে ইন্ডিয়া জোট।

প্রসঙ্গত, লোকসভার আগে দিল্লি, গুজরাট, হরিয়ানা, পাঞ্জাব এবং গোয়ায় আসন সমঝোতা নিয়ে আলোচনা চলছে আপ এবং কংগ্রেসের মধ্যে। সেই আলোচনা এ পর্যন্ত বেশ ইতিবাচক। সূত্রের খবর, পাঞ্জাব বাদে বাকি চার রাজ্যে আসন রফা প্রায় চূড়ান্ত। দিল্লিতে কংগ্রেসকে ৩ আসন ছাড়তে রাজি আপ। পালটা তাঁরা ৩ হরিয়ানায়, একটি গোয়ায় এবং দুটি আসন গুজরাটে চাইছে। সেসব নিয়ে আলোচনা চলছে।

[আরও পড়ুন: দুর্ঘটনায় মৃতের দেহ পিষে দিল একের পর এক গাড়ি, ৫০০ মিটার দূর পর্যন্ত ছড়াল দেহাংশ!]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement