shono
Advertisement

৮ দিন পর হাসপাতাল থেকে ছাড়া পেলেন সোনিয়া গান্ধী, থাকতে হবে বিশ্রামে

করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন কংগ্রেস নেত্রী।
Posted: 06:50 PM Jun 20, 2022Updated: 07:57 PM Jun 20, 2022

সোমনাথ রায়, নয়াদিল্লি: হাসপাতাল থেকে ছাড়া পেলেন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী (Sonia Gandhi)। আপাতত তাঁকে বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। সোমবার সন্ধেয় টুইট করে এই খবর জানালেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা বর্ষীয়ান কংগ্রেস নেতা জয়রাম রমেশ (Jairam Ramesh)। উল্লেখ্য, করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন সোনিয়া। করোনামুক্ত (Coronavirus) হওয়ার পর তাঁরে শ্বাসনালীতে সংক্রমণ ছড়ায়।

Advertisement

রাজস্থানের চিন্তন শিবির থেকে ফিরেই জুন মাসের শুরুতে করোনা আক্রান্ত হন সোনিয়া গান্ধী। ছিলেন হোম আইসোলেশনে। পরে ১২ জুন তাঁকে স্যর গঙ্গারাম হাসপাতালে ভরতি করতে হয়। করোনা (COVID-19) ছাড়াও আরও নানান সমস্যা দেখা দিয়েছিল তাঁর শরীরে। ফাঙ্গাল সংক্রমণে কাবু হয়ে পড়েছিলেন তিনি। শ্বাসনালীতে সংক্রমণের কারণে তাঁর নাক দিয়ে রক্ত পড়ছিল। দ্রুত চিকিৎসা শুরু হয়েছিল তাঁর। গত তিনদিন চিকিৎসকদের পর্যবেক্ষণে ছিলেন তিনি। 

[আরও পড়ুন: দুস্থ পড়ুয়াদের জন্য বিশ্বমানের উদ্যোগ রাজ্যের, কলেজে পড়াকালীনই মিলবে ‘সরকারি ইন্টার্নশিপে’র সুযোগ]

তিনদিনের মাথায় চিকিৎসায় সাড়া দিয়ে দ্রুত সুস্থ হয়ে উঠেলেন কংগ্রেস সভানেত্রী। হাসপাতাল থেকে ছাড়া পেলেও আপাতত বাড়িতে বিশ্রামে থাকতে হবে তাঁকে, জানিয়েছেন চিকিৎসকরা।

 

প্রসঙ্গত, ন্যাশনাল হেরাল্ড মামলায় (National Herald Case) সোনিয়াকে তলব করেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (Enforcement Directorate)। শারীরিক অসুস্থতা কারণে ইডির দপ্তরে হাজিরা দিতে পারেননি তিনি। আগামী ২৩ তারিখ ফের ইডির দপ্তরে তাঁকে ডাকা হয়েছে। কিন্তু চিকিৎসকদের পরামর্শ, তাঁকে এখন বিশ্রাম নিতে হবে। ফলে নির্দিষ্ট তারিখে তিনি ইডির দপ্তরে হাজিরা দেন কিনা সেটাই দেখার। 

[আরও পড়ুন: প্রাথমিক নিয়োগ দুর্নীতি: অপসারিত প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি মানিক ভট্টাচার্য]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement