shono
Advertisement
Congress Mocks BJP

নাগরিক হওয়ার আগেই ভোটার সোনিয়া! বিজেপির অভিযোগ উড়িয়ে 'প্রমাণ' দিল কংগ্রেস

গেরুয়া শিবিরকে সরাসরি আক্রমণ করে কংগ্রেসের দাবি, ভুয়ো ছবি পোস্ট করা হয়েছে।
Published By: Sulaya SinghaPosted: 06:44 PM Aug 14, 2025Updated: 06:44 PM Aug 14, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতের নাগরিকত্ব পাওয়ার আগেই ভোটার তালিকায় নাম উঠেছিল সোনিয়া গান্ধীর! বুধবার এমনই বিস্ফোরক অভিযোগ করেন বিজেপি-র আইটি সেলের নেতা অমিত মালব্য। এবার এক্স পোস্টে বিজেপিকে পালটা আক্রমণ কংগ্রেসের। হাত শিবিরের দাবি, যে ছবি মালব্য পোস্ট করেছেন তা ভুয়ো।

Advertisement

গেরুয়া শিবিরকে সরাসরি আক্রমণ করে কংগ্রেসের দাবি, ফোটোশপে ভুয়ো ছবি তৈরি করে সমাজমাধ্যমে ছড়িয়ে দেওয়া হচ্ছে। মিথ্যাকে হাতিয়ার করেই গুজব ছড়াচ্ছেন বিজেপি-র আইটি সেলের প্রধান মালব্য। এর স্বপক্ষে প্রমাণ হিসেবে নাশনাল ক্যাপিটাল টেরিটরি অফ দিল্লি তৈরির সময় তুলে ধরা হয়েছে। ১৯৯১ সালের ৬৯ তম সংবিধান সংশোধনীর মাধ্যমে তৈরি হয় এই অঞ্চল। ১৯৮০ সালে এই অঞ্চল ছিল ইউনিয়ন টেরিটরি অফ দিল্লি। মালব্যর পোস্ট করা ভোটার লিস্টের ছবিতে লেখা আছে নাশনাল ক্যাপিটাল টেরিটরি অফ দিল্লি। 

এই ইস্যুতে কংগ্রেসের পাশে দাঁড়িয়েছে বাংলার শাসকদল তৃণমূল। রাজ্যসভায় তৃণমূল সাংসদ সাকেত গোখলে এক্স হ্যান্ডেলে পোস্ট করে একই তথ্য তুলে ধরেছেন। গোখলে মনে করিয়ে দিয়েছেন জালিয়াতির সাজা ৭ বছরের জেল।

বুধবার এক্স হ্যান্ডেলে পোস্ট করে মালব্য অভিযোগ করেন, ১৯৮০ সালে ভোটার তালিকায় নাম তোলা হয়েছিল সোনিয়া গান্ধীর। যদিও আরও তিন বছর পরে ভারতের নাগরিকত্ব পান তিনি। ১৯৮০ সালের দিল্লির একটি বুথের তালিকার ছবি পোস্ট করেন মালব্য। সেই তালিকায় ছিল সোনিয়ার নাম।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • এবার এক্স পোস্টে বিজেপিকে পালটা আক্রমণ কংগ্রেসের।
  • কংগ্রেসের দাবি, মালব্যর পোস্ট করা ছবি ভুয়ো।
  • কংগ্রেসের পাশে দাঁড়িয়েছে বাংলার শাসকদল তৃণমূল।
Advertisement