shono
Advertisement
Shashi Tharoor

লাগাতার দলের বিরুদ্ধে গিয়ে মোদির প্রশংসা, শশী থারুরকে নিয়ে চরম বার্তা কংগ্রেসের

শশীর সঙ্গে কংগ্রেসের দূরত্ব বেশ কিছুদিন ধরেই বাড়ছে।
Published By: Subhajit MandalPosted: 02:01 PM May 15, 2025Updated: 02:01 PM May 15, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বেশ কিছুদিন ধরেই তিনি বেসুরো। গত কয়েকদিন ধরে লাগাতার দলকে অস্বস্তিতে ফেলছেন। এবার শশী থারুরের উদ্দেশে কড়া বার্তা দিয়ে দিল কংগ্রেস। হাত শিবির সাফ জানিয়ে দিল, শশী এখন যা বলছেন, সেটা কোনওভাবেই দলের বক্তব্য নয়। ওঁর ব্যক্তিগত মন্তব্য।

Advertisement

অপারেশন সিঁদুর এবং পাকিস্তানের সঙ্গে সংঘর্ষ নিয়ে কংগ্রেস ইদানিং প্রশ্নবাণে বিদ্ধ করছে সরকারকে। কেন ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতা মানল মোদি সরকার? কাশ্মীর ইস্যুকে কি আন্তর্জাতিক করার ছাড়পত্র দিয়ে দিল মোদি সরকার? একাধিক প্রশ্ন তুলছেন রাহুল গান্ধীরা। আর শশী থারুর ঠিক উলটো অবস্থানে। কার্যত নিয়মিত মোদি এবং কেন্দ্রের প্রশংসা করে চলেছেন তিনি।

দিন দুই আগেই তিনি এক সাক্ষাৎকারে বলেছেন, পাকিস্তানের সঙ্গে যে যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছিল, তা অত্যন্ত দক্ষতার সঙ্গে মোকাবিলা করেছেন মোদি। শশীর বক্তব্য ছিল, “টেলিভিশনের সামনে এসে মানুষের চোখের দিকে তাকিয়ে প্রয়োজনীয় বিষয়গুলি নিয়ে কথা বলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। করোনা হোক কিংবা যুদ্ধ, মোদি তাঁর কর্তব্য পালন করেছেন। এর জন্য আমি খুশি। গোটা পরিস্থিতি অত্যন্ত দক্ষতার সঙ্গে মোকাবিলা করা হয়েছে। কোনও পর্যায়েই কোনওরকম ত্রুটি ছিল না।” শশীর সেই মন্তব্য যে কংগ্রেসের জন্য অস্বস্তির কারণ, সেটা আলাদা করে বলার প্রয়োজন নেই। সে নিয়ে প্রশ্ন করা হলে জয়রাম রমেশ সাফ বলে দিলেন, "শশী সাহেব যেটা বলেন সেটা তাঁর ব্যক্তিগত বক্তব্য। কোনওভাবেই কংগ্রেসের এর সঙ্গে সম্পর্ক নেই।"

শশীর সঙ্গে কংগ্রেসের দূরত্ব বেশ কিছুদিন ধরেই বাড়ছে। বর্ষীয়ান কংগ্রেস নেতা মনে করছেন, এই মুহূর্তে কেরলে কংগ্রেস নেতৃত্বহীনতায় ভুগছে। সেকারণেই শেষদফায় বামেদের ক্ষমতাচ্যুত করা যায়নি। এমনকী শশীর এও দাবি, যে তিনিই কেরলে কংগ্রেসের জনপ্রিয়তম নেতা। কংগ্রেসি ভাবধারার বাইরের বহু মানুষের কাছেও তাঁর গ্রহণযোগ্যতা আছে। যা নিয়ে কেরল কংগ্রেসে রীতিমতো টানাপড়েন শুরু হয়। এর মধ্যে লাগাতার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রশংসা করে চলেছেন তিনি। এবার সম্ভবত তাঁর দলত্যাগ সময়ের অপেক্ষা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • বেশ কিছুদিন ধরেই তিনি বেসুরো।
  • গত কয়েকদিন ধরে লাগাতার দলকে অস্বস্তিতে ফেলছেন।
  • এবার শশী থারুরের উদ্দেশে কড়া বার্তা দিয়ে দিল কংগ্রেস।
Advertisement