shono
Advertisement
Pahalgam Terror Attack

'এটা দলীয় রাজনীতির সময় নয়’, পহেলগাঁও কাণ্ডে কেন্দ্রের পাশে থাকার বার্তা কংগ্রেসের, শাহের সঙ্গে কথা খাড়গের

কেন্দ্রের পাশে থাকার বার্তা দিয়েছেন রাহুল গান্ধীও।
Published By: Gopi Krishna SamantaPosted: 04:15 PM Apr 23, 2025Updated: 04:20 PM Apr 23, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পহেলগাঁওয়ে ভয়াবহ জঙ্গি হামলার পরে ঐক্যের বার্তা দিয়ে সরকারের পাশে দাঁড়াল কংগ্রেস। সূত্রের দাবি, পহেলগাঁও নিয়ে দ্রুত সর্বদল বৈঠক ডাকতে চলেছে কেন্দ্র। এই পরিস্থিতিতে কী করণীয়, জাতীয় নিরাপত্তার স্বার্থে সরকার কী পদক্ষেপ করছে, সে বিষয়ে সব দলের সঙ্গে আলোচনা করা হবে বলে জানা গিয়েছে। 

Advertisement

এক্স হ্যান্ডেলে একটি পোস্টে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে জানিয়েছেন, 'এই হামলায় আমরা গভীরভাবে শোকাহত। এই আক্রমণ ভারতের ঐক্য ও সার্বোভৌমত্বের উপর সরাসরি আক্রমন।' খাড়গে লিখেছেন, 'মঙ্গলবার রাতেই আমি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লার সঙ্গে কথা বলেছি।'

এই হত্যালীলার সঠিক বিচার চেয়ে কংগ্রেস সভাপতির দাবি, "এটা দলীয় রাজনীতির সময় নয়। এই সন্ত্রাসী হামলার জড়িত অপরাধীদের বিচারের আওতায় আনার সময়। যারা প্রাণ হারিয়েছেন এবং তাদের শোকাহত পরিবারের জন্য ন্যায়বিচার নিশ্চিত করার সম্মিলিত সংকল্পের সময়।” ‘আমরা সবাই এক’ কথাটির উপর বাড়তি জোর দিয়েছেন কংগ্রেস সভাপতি।

খাড়গের কথায়, “এই নৃশংস ঘটনায় সারা দেশ হতবাক। এই ঘটনার দায় স্বীকার করেছে পাকিস্তানের জঙ্গি সংগঠন। এই ঘটনার উপযুক্ত জবাব দিতে হবে আমাদের। আমরা সবাই একসঙ্গে লড়াই করব।”

জঙ্গি হামলার পর পহেলগাঁওয়ের পরিস্থিতি সম্পর্কে জানতে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে ফোনে কথা বলেন রাহুল গান্ধীও। বুধবার সকালে নিজের এক্স হ্যান্ডেলে এনিয়ে একটি পোস্ট করেছেন লোকসভার তিনি।  

লোকসভার বিরোধী দলনেতা লিখেছেন, “স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী  এবং প্রদেশ কংগ্রেস সভাপতির সঙ্গে পহেলগাঁওয়ের ভয়ংকর জঙ্গি হামলা নিয়ে কথা হয়েছে। বর্তমান পরিস্থিতির সম্পর্কে জেনেছি।”

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • পহেলগাঁওয়ে ভয়াবহ জঙ্গি হামলার পরে ঐক্যের বার্তা দিয়ে সরকারের পাশে থাকার কথা জানিয়েছে জাতীয় কংগ্রেস।
  • ‘আমরা সবাই এক’ কথাটির উপর জোর দিয়েছেন কংগ্রেস সভাপতি।
  • ইতিমধ্যেই কেন্দ্র সরকার জানিয়েছে পহেলগাঁও নিয়ে তারা শীঘ্রই একটি সর্বদলীয় বৈঠক ডাকতে চলেছে বলে সূত্র মারফৎ খবর মিলেছে।
Advertisement