সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সুন্দরী ‘দেশদ্রোহী’ জ্যোতি মালহোত্রা এবং আলি হাসান নামে একজন আইএসআই চরের হোয়াটসঅ্যাপ চ্যাট তদন্তকারীদের হাতে এসেছে। আপাতত সেটাই খুঁটিয়ে দেখা হচ্ছে। আর তাতেই দেখা যাচ্ছে, ওই আইএসআইয়ের চরকে বিয়ের প্রস্তাবও দিয়েছিলেন জ্যোতি (Jyoti Malhotra)। এবং বিয়ের পর পাকিস্তানে চলে যাওয়ার কথাও বলছেন তিনি। যা থেকে তদন্তকারীদের দাবি, হাসানের সঙ্গে রীতিমতো প্রেমের সম্পর্কেই জড়িয়ে পড়েছিলেন জ্যোতি।
প্রসঙ্গত, পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে গ্রেপ্তার হয়েছেন সুন্দরী ‘দেশদ্রোহী’ জ্যোতি মালহোত্রা। ২০২৩ সালে, ভারতে পাক দূতাবাস কর্মী এহসান উর রহিম ওরফে দানিশের সঙ্গে জো-র (এই নামেই নিজেরকে পরিচয় দেন জ্যোতি) আলাপ। ক্রমে ঘনিষ্ঠতা। এই দানিশকে ইতিমধ্যেই পাক দূতাবাসে থেকে বের করে দিয়েছে নয়াদিল্লি। তাকে ‘পার্সোনা নন গ্রাটা’ অর্থাৎ অবাঞ্ছিত ব্যক্তি বলে বিতাড়িত করেছে ভারত সরকার। দানিশ সম্পর্কে তদন্ত করতে গিয়েই প্রথমে জ্যোতির নাম পান তদন্তকারীরা।
এরপর হোয়াটসঅ্যাপ চ্যাটকে কেন্দ্র করে নানা তথ্য হাতে এসেছে। দাবি, জ্যোতির (Youtuber Jyoti Malhotra) মাধ্যমে ISI-এর হাতে চলে যেত ভারতীয় এজেন্টদের তথ্য। সেটা পরিষ্কার হয়ে গিয়েছে চ্যাট থেকেই। এদিকে পুলিশের হাতে এল হরিয়ানার ইউটিউবারের ডায়রি। সেই ডায়রিতে আরও স্পষ্ট হয়েছে তাঁর পাক-যোগ। পুলিশ সূত্রের দাবি, জ্যোতির যে ডায়রিটি পাওয়া গিয়েছে তাতে লেখা রয়েছে ১০-১১ পাতা। এর মধ্যে ৮ পাতা ধরে রয়েছে ইংরেজিতে লেখা পাক ভ্রমণের সাধারণ নোটস। আর তিনপাতা জুড়ে হিন্দিতে পাকিস্তান সংক্রান্ত নিজের অনুভবের কথা লিখেছেন জ্যোতি। এক জায়গায় জ্যোতিকে লিখতে দেখা গিয়েছে, ‘পাকিস্তানে ১০ দিন কাটানোর পর আজ আমার দেশে ফিরলাম। ভারতে। আমরা জানি না সীমান্তের এই দূরত্ব কতদিন থাকবে, কিন্তু হৃদয়ের দুঃখ-কষ্ট দূর হোক। আমরা সবাই একই ভূমির, একই মাটির।’ জানা যাচ্ছে, ডায়রিতে পাকিস্তানের আতিথেয়তা নিয়ে নিজের মুগ্ধতার কথা জানিয়েছেন জ্যোতি।
