shono
Advertisement
Delhi Court

'দেখি তুই কীভাবে বেঁচে বাড়ি ফিরিস', ভরা এজলাসে মহিলা বিচারককে খুনের হুমকি!

অপরাধীকে ২২ মাসের জেল ও ৬.৬৫ লক্ষ টাকা জরিমানার নির্দেশ।
Published By: Amit Kumar DasPosted: 10:57 AM Apr 22, 2025Updated: 10:57 AM Apr 22, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আদালতে দোষী সাব্যস্ত হতেই মহিলা বিচারককে খুনের হুমকি অপরাধীর! কাঠগড়ায় দাঁড়িয়েই বিচারকের দিকে আঙুল তুলে হুঁশিয়ারি, "বাইরে বেরো, দেখছি কীভাবে তুই বেঁচে বাড়ি ফিরিস।'' সঙ্গে চলতে থাকে অকথ্য গালিগালাজ। চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে দিল্লির দ্বারকা কোর্টে। ঘটনা প্রকাশ্যে আসতেই শোরগোল শুরু হয়েছে।

Advertisement

জানা গিয়েছে, গত ২ এপ্রিল একটি চেক বাউন্স মামলার শুনানি চলছিল দিল্লির দ্বারকা কোর্টে। এই মামলায় অভিযুক্ত যুবককে চেক বাউন্সের ১৩৮ ধারায় দোষী সাব্যস্ত করেন বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট শিবাঙ্গী মাঙ্গলা। এবং অপরাধীকে ফৌজদারি আইনের ৪৩৭ এ ধারায় জামিনের বন্ড জমা দেওয়ার নির্দেশ দেন। এতেই তেলে বেগুনে অপরাধী। কাঠগড়া থেকেই বিচারককে লক্ষ্য করে কিছু একটা ছুড়ে মারার চেষ্টা করে। সঙ্গে মহিলা বিচারপতি বাবা-মা তুলে চলতে থাকে গালিগালাজ। অপরাধীর আইনজীবীও মক্কেলের সঙ্গ নেয়। ভরা এজলাসে শুরু হয় ব্যাপক চিৎকার চেঁচামেচি।

এই পরিস্থিতির মাঝেই মহিলা বিচারকের দিকে আঙুল তুলে অপরাধী বলেন, "তুই কী এমন জিনিস? তোকে দেখে নেব। বাইরে বেরো দেখি কীভাবে আজ তুই বেঁচে বাড়ি যাস।" শুধু তাই নয়, বিচারকের ইস্তফাও দাবি করেন তিনি। এমনকী মহিলা বিচারপতির বিরুদ্ধে অপরাধমূলক ষড়যন্ত্রের অভিযোগ দায়ের করবেন বলেও হুমকি দেন অপরাধীর আইনজীবী।

এই ঘটনায় যুবকের আইনজীবীর আচরণের জন্য জন্য লিখিতভাবে কারণ দর্শানোর নির্দেশ দিয়েছেন বিচারক। রায়ের নথিতে অপরাধীর আপত্তিকর আচরণ ও খুনের হুমকির কোথাও উল্লেখ করেছেন। রায়ে বিচারক লিখেছেন, এই মামলায় দোষী ও তাঁর আইনজীবী শুধু হুমকি দেননি তাঁকে ইস্তফা দেওয়ার জন্য চাপ সৃষ্টি করেছেন। এই হুমকির ঘটনা বিচারপতি মহিলা কমিশনকে জানাবেন বলে জানিয়েছেন। উল্লেখ্য, ওই চেক বাউন্স মামলায় অপরাধীকে ২২ মাসের জেল ও ৬.৬৫ লক্ষ টাকা জরিমানার নির্দেশ দিয়েছে আদালত।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • আদালতে দোষী সাব্যস্ত হতেই মহিলা বিচারককে খুনের হুমকি অপরাধীর!
  • কাঠগড়ায় দাঁড়িয়েই বিচারকের দিকে আঙুল তুলে হুঁশিয়ারি, "বাইরে বেরো, দেখছি কীভাবে তুই বেঁচে বাড়ি ফিরিস।''
  • চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে দিল্লির দ্বারকা কোর্টে।
Advertisement