সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিশ্বব্যাপী মহামারির আকার ধারণ করেছে নোভেল করোনা ভাইরাস। আর সেই করোনার জেরে ক্ষতিগ্রস্ত হবে ভারতের অর্থনীতি, এমনটাই আশঙ্কা করে ক্ষোভপ্রকাশ করলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। দেশবাসীকে আগামী ছয় মাসের ধ্বংসাত্মক অর্থনীতির জন্য সতর্ক থাকার পরামর্শও দিলেন তিনি।
দেশের প্রতিটি মানুষকে করোনার মরণ কামড় থেকে রক্ষার্থে নানা উপায় বাতলে দিচ্ছেন বিশেষজ্ঞ থেকে প্রতিটি রাজ্য সরকার। তবে জনগণকে করোনার সংক্রমণ থেকে রক্ষার পরিবর্তে তাদের ভবিষত্যের অর্থনীতির প্রতি দৃষ্টি আকর্ষণের চেষ্টায় ব্যস্ত কংগ্রেস নেতা রাহুল গান্ধী। এর আগেও দেশে করোনার সংক্রমণ বাড়তে পারার ইঙ্গিত করে কেন্দ্রকে তোপ দেগেছিলেন তিনি। তবে করোনার সংক্রমণ বৃদ্ধি পেলে কেবলমাত্র দেশের মানুষ নন, ভেঙে পড়বে দেশের অর্থনীতি এই কথাই আজ সাফ জানালেন সোনিয়াপুত্র।
রাহুল গান্ধী জানান, “করোনা(COVID-19) সংক্রমণের জেরে ভারতের অর্থনীতি একটি বিধ্বংসী পরিস্থিতির সম্মুখীন হতে চলেছে। দেশের মানুষ বুঝতে পারছেন না তারা কী কতটা ভোগান্তির মধ্যে দিয়ে যাবেন।” করোনার সংক্রমণ দেশের অর্থনীতিতে কতটা প্রভাব ফেলতে পারে তা বোঝাতে গিয়ে তিনি করোনার প্রভাবকে সুনামির সঙ্গেও তুলনা করেছেন। তিনি বলেন, “সুনামি আসার আগে আন্দামান ও নিকোবরের মানুষও বুঝতে পারেননি। কিন্তু সুনামির প্রভাব কেবলমাত্র তাঁদের প্রাণ নয় তাদের শেষ সম্বলটুকুও কেড়ে নিয়ে যায়। এইভাবেই কেন্দ্র-সহ দেশের প্রতিটি মানুষ করোনার সংক্রমণ থেকে সেরে উঠলে আগামী ছয় মাসের মধ্যে যে ধ্বংসাত্মক অর্থনীতির মধ্যে দিয়ে যাবেন তাতে আরও ক্ষতিগ্রস্ত হবেন। আমি সরকারকে এই বিষয়ে বারবার সতর্ক করার চেষ্টা করছি। সরকার বেশিরভাগ মানুষকে বোকা বানাচ্ছে। তারা জানেই না ভবিষ্যতে অর্থনীতি কতটা খারাপ হতে চলেছে।” দেশবাসীকে সতর্ক করতে তিনি দেশের মানুষকে করোনার সঙ্গে বিধ্বংসী অর্থনীতির জন্য প্রস্তুত থাকার পরামর্শ দেন। করোনার আক্রান্তের সংখ্যা ক্রমাগত বৃদ্ধি পাওয়ায় কেন্দ্রীয় সরকার ক্রমশ হতাশাগ্রস্ত হয়ে পড়ছেন বলেও টুইটে জানান তিনি।
[আরও পড়ুন: করোনা থেকে বাঁচার চেষ্টা, স্যানিটাইজারের বদলে গোমূত্র ব্যবহার করছে ইসকনও]
এই মারণ ভাইরাস নিয়ে কেন্দ্র ঢিমেতালে চলছে বলে কটাক্ষ করেন রাহুল গান্ধী। তিনি বলেন, “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি একটি চাকার ওপর ঘুমোচ্ছেন আর দেশ একটি দুর্ঘটনার দিকে ক্রমশ এগিয়ে চলেছে।” তবে রাহুল গান্ধীর অভিযোগে সরকারের তরফে কোনও প্রতিক্রিয়া না মিললেও উদ্বেগ প্রকাশ করেছেন রিজার্ভ ব্যাংকের গভর্নর। এই মহামারির প্রভাব থেকে ইতিমধ্যেই ধুঁকতে থাকা ভারতীয় অর্থনীতিও সম্পূর্ণ রক্ষা পাবে না বলে আশঙ্কা প্রকাশ করলেন রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার গভর্নর শক্তিকান্ত দাস।
[আরও পড়ুন: করোনা থেকে বাঁচতে এবার সেল্ফ আইসোলেশনে দিলীপ কুমার]
The post ‘করোনা জেরে ধ্বংসের মুখে ভারতের অর্থনীতি’, উদ্বেগ প্রকাশ রাহুল গান্ধীর appeared first on Sangbad Pratidin.
