shono
Advertisement
Kanpur

বিধ্বংসী অগ্নিকাণ্ড কানপুরে, পুড়ে ছাই পাঁচতলা বাড়ি, মৃত অন্তত ৫

দমকলের অন্তত ৪০টি ইঞ্জিন ভোর ৩টে অবধি চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।
Published By: Amit Kumar DasPosted: 08:43 AM May 05, 2025Updated: 09:01 AM May 05, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভয়াবহ অগ্নিকাণ্ডের জেরে পুড়ে মৃত্যু হল ৫ জনের। রবিবার রাতে চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে কানপুরের গান্ধীনগর এলাকায়। একটি ৫ তলা বাড়িতে আগুন লেগে এই দুর্ঘটনা ঘটে। সোমবার সকালে মৃত্যুর তথ্য প্রকাশ্যে এনেছে পুলিশ। দুর্ঘটনার জেরে শোকের ছায়া নেমেছে এলাকায়।

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ৫তলা ওই বাড়ির নিচের তলায় একটি জুতোর কারখানা ছিল। কোনওভাবে শর্ট সার্কিট থেকে সেখানে আগুন লাগে। প্রচুর দাহ্য পদার্থ থাকায় মুহূর্তের মধ্যে আগুন ভয়াবহ আকার ধারন। কিছুক্ষণের মধ্যে গোটা বাড়ি চলে যায় আগুনের গ্রামে। আগুনের জেরে আটকে পড়েন উপরের তলার বাসিন্দারা। দমকলে খবর দেওয়া হলে তড়িঘড়ি সেখানে আসে দমকলের অন্তত ৪০টি ইঞ্জিন। দীর্ঘ চেষ্টার পর আগুন নেভানো সম্ভব হলেও। ততক্ষণে ৫ জনের মৃত্যু হয়। মৃতরা হলেন জুতো ব্যবসায়ী দানিশ, তাঁর স্ত্রী নাজনীন ও তাঁদের তিন মেয়ে।

দমকলের তরফে জানানো হয়েছে, আগুনের তীব্রতা এতটাই ছিল বিপদ এড়াতে আশেপাশের বাড়িগুলি খালি করে দেওয়া হয়। পাশের বাড়ি থেকে দমকল ও স্থানীয়রা আগুন নেভানোর কাজে হাত লাগান। ওই বাড়ির ভিতর জুতো তৈরির জিনিসপত্রের পাশাপাশি সিলিন্ডার, এসি, রাসায়নিকের ড্রাম ছিল। যার জেরে একের পর এক বিস্ফোরণ ঘটতে থাকে। আতঙ্ক ছড়ায় এলাকায়। ৫ জনের মৃত্যু হলেও ওই বাড়িতে থাকা বাকিদের উদ্ধার করেছে উদ্ধারকারী দল। ভোর তিনটে নাগাদ আগুন নিয়ন্ত্রণে এলে বাড়ির ভিতর ঢুকে ৫ জনের মৃতদেহ উদ্ধার করেন দমকল কর্মীরা। দুর্ঘটনার খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পৌঁছন স্থানীয় বিধায়ক নাসিম সোলাঙ্কি, মেয়র প্রমিলা পান্ডে, এডিএম-সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ভয়াবহ অগ্নিকাণ্ডের জেরে পুড়ে মৃত্যু হল ৫ জনের।
  • রবিবার রাতে চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে কানপুরের গান্ধীনগর এলাকায়।
  • একটি ৫ তলা বাড়িতে আগুন লেগে এই দুর্ঘটনা ঘটে।
Advertisement