shono
Advertisement

Coronavirus: দেশের করোনা পরিসংখ্যানে ফের উদ্বেগ, নতুন করে দৈনিক আক্রান্ত প্রায় ২০ হাজার

এদিকে দিল্লিতে মাঙ্কিপক্স আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে।
Posted: 09:59 AM Aug 04, 2022Updated: 10:02 AM Aug 04, 2022

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেশে দাপট দেখাতে শুরু করেছে মাঙ্কিপক্স (MonkeyPox)। বৃহস্পতিবার রাজধানী দিল্লির চতুর্থ মাঙ্কিপক্স রোগীর হদিশ মিলেছে। যা নিয়ে রীতিমতো উদ্বেগে স্বাস্থ্যমন্ত্রক। এর মধ্যেও করোনা যেন স্বমহিমায়। মাঝে দিন দু’য়েক খানিকটা কম থাকার পর দেশের দৈনিক আক্রান্ত ফের ২০ হাজারের কাছাকাছি পৌঁছে গিয়েছে। দৈনিক মৃতের সংখ্যাও পঞ্চাশের বেশি।

Advertisement

বৃহস্পতিবার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের (Ministry of Health and Family Welfare) দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা (Coronavirus) আক্রান্ত হয়েছেন ১৯ হাজার ৮৯৩ জন। গতকাল যে সংখ্যাটা নেমে গিয়েছিল ১৮ হাজারের নিচে। ফলে দেশের মোট করোনা সংক্রমিত ৪ কোটি ৪০ লক্ষ ৮৭ হাজার ৩৭ জন। সংক্রমণ বাড়লেও অবশ্য গত ২৪ ঘণ্টায় খানিকটা কমেছে অ্যাকটিভ কেস। দেশের সক্রিয় রোগী বর্তমানে ১ লক্ষ ৩৬ হাজার ৪৭৮ জন। গোটা দেশে অ্যাকটিভ কেসের হার ০.৩১ শতাংশ।

[আরও পড়ুন: উপরাষ্ট্রপতি ভোটে বিরোধী প্রার্থী আলভাকে সমর্থন AAP, JMM-এর, ধনকড়ের পাশে মায়াবতী]

স্বাস্থ্যমন্ত্রকের বুলেটিন অনুযায়ী, ভারতে একদিনে করোনায় প্রাণ হারিয়েছেন ৫৩ জন। যা আগের দিনের থেকে সামান্য বেশি। দেশে এখনও পর্যন্ত কোভিডে মোট মৃতের সংখ্যা ৫ লক্ষ ২৬ হাজার ৫৩০। বেশ কয়েকটি রাজ্যের করোনা গ্রাফ এখনও উদ্বেগজনক। এখনও চিন্তায় রাখছে কেরল, তামিলনাড়ু, পশ্চিমবঙ্গ, কর্ণাটকের মতো রাজ্যগুলির করোনা পরিসংখ্যান। নতুন করে সংক্রমণ বেড়েছে রাজধানী দিল্লিতেও।

[আরও পড়ুন: ভোটের আগে খয়রাতির রাজনীতিতে আর্থিক সমস্যায় পড়ছে দেশ, মত প্রধান বিচারপতির]

তবে এসবের মাঝে মারণ ভাইরাসের সঙ্গে লড়াইয়ে শক্তি জোগাচ্ছেন করোনাজয়ীরা। পরিসংখ্যান অনুযায়ী, এখনও পর্যন্ত দেশে ৪ কোটি ৩৪ লক্ষ ২৪ হাজার ২৯ জন করোনা থেকে মুক্ত হয়েছেন। সুস্থতার হার ৯৮.৫০ শতাংশ। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া তথ্য জানাচ্ছে, দেশে করোনার টিকার ডোজ দেওয়া হয়েছে প্রায় ২০৫ কোটি। গত ২৪ ঘণ্টাতেই টিকা পেয়েছেন প্রায় ৩৮ লক্ষ। ১৮ ঊর্ধ্বদের বুস্টার ডোজ বিনামূল্যে দেওয়ায় টিকা নেওয়ার আগ্রহ বেড়েছে বলেই খবর। টিকাকরণের পাশাপাশি করোনা রোগী চিহ্নিত করতে জোর দেওয়া হচ্ছে টেস্টিংয়েও। গতকাল দেশে ৪ লক্ষ ৩ হাজার ৯১৯ জনের নমুনা পরীক্ষা হয়েছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement