shono
Advertisement
CRPF Jawan

গোপনে পাকিস্তানি তরুণীর সঙ্গে বিয়ে! আদালতের দ্বারস্থ বরখাস্ত সিআরপিএফ জওয়ান

বিচারক ইতিমধ্যেই সংশ্লিষ্ট সব পক্ষকে নোটিস পাঠিয়েছেন। 
Published By: Subhodeep MullickPosted: 07:35 PM May 29, 2025Updated: 07:35 PM May 29, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পাকিস্তানি তরুণীর সঙ্গে প্রথমে বিয়ে গোপন করা। এরপর ভিসার মেয়াদ শেষ হওয়া সত্ত্বেও স্ত্রীকে ভারতে থাকতে সাহায্য করার অভিযোগে বরখাস্ত হয়েছিলেন সিআরপিএফ জওয়ান। সেই অভিযোগকে চ্যালেঞ্জ করে এবার জম্মু ও কাশ্মীর হাই কোর্টের দ্বারস্থ অভিযুক্ত জওয়ান মুনির আহমেদ। জানা গিয়েছে, মুনিরের আইনজীবী বিজেপি নেতা অঙ্কুর শর্মা আদালতে একটি পিটিশন দাখিল করেছেন। বিচারক ইতিমধ্যেই সংশ্লিষ্ট সব পক্ষকে নোটিস পাঠিয়েছেন। 

Advertisement

জম্মু ও কাশ্মীরে কর্তব্যরত সিআরপিএফ জওয়ানের সঙ্গে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের বাসিন্দা মিনাল খানের আলাপ ও ঘনিষ্ঠতা হয় অনলাইনে। বিয়ে হয় ২০২৪-এর মে মাসে। অনলাইনে ভারচুয়াল ‘নিকাহ’ করেন মুনির ও মিনাল। গত মার্চ মাসে ভারতে আসেন মুনাল। ওই মাসের ২২ তারিখে তাঁর ভিসা ফুরিয়ে যায়। মিনালের আইনজীবী দাবি করেন, দীর্ঘমেয়াদী ভিসার জন্য আবেদন করেছেন মক্কেল। এর মধ্যে ২২ এপ্রিল পহেলগাঁও হামলা হয়। যার পর পাকিস্তানি নাগরিকদের দেশে ফিরতে বলা হয়। বাধ্য হয়ে অটারী-ওয়াঘা সীমান্ত হয়ে পাকিস্তানে ফিরছিলেন মিনাল। কিন্তু শেষ মুহূর্তে আদালতের নির্দেশে ভারতে থাকার অনুমতি পান তিনি।

সিআরপিএফের তরফে জানানো হয়েছে, পাক তরুণীর সঙ্গে বিয়ের বিষয়টা চেপে গিয়েছিলেন জওয়ান। ভিসার মেয়াদ ফুরানোর পরেও তাঁর ভারতে থেকে যাওয়ার বিষয়টিও চেপে গিয়েছিলেন। এই ধরনের কার্যকলাপ সন্দেহজনক, এমনকী জাতীয় নিরাপত্তার জন্য ঝুঁকিবহুল। সেই কারণেই তাঁকে বরখাস্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • পাকিস্তানি তরুণীর সঙ্গে প্রথমে বিয়ে গোপন করা।
  • এরপর ভিসার মেয়াদ শেষ হওয়া সত্ত্বেও স্ত্রীকে ভারতে থাকতে সাহায্য করার অভিযোগে বরখাস্ত হয়েছিলেন সিআরপিএফ জওয়ান।
  • সেই অভিযোগকে চ্যালেঞ্জ করে এবার জম্মু ও কাশ্মীর হাই কোর্টের দ্বারস্থ অভিযুক্ত জওয়ান মুনির আহমেদ।
Advertisement