shono
Advertisement
Rafale Fighter Jet

এবার ভারতেই তৈরি হবে রাফাল যুদ্ধবিমান! ফ্রান্সের সংস্থার সঙ্গে চুক্তি স্বাক্ষর টাটার

এর আগেই স্পেনের সংস্থার সঙ্গে চুক্তি করেছিল টাটা।
Published By: Kishore GhoshPosted: 06:22 PM Jun 05, 2025Updated: 06:34 PM Jun 05, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফ্রান্সের রাফাল যুদ্ধবিমান এবার তৈরি হবে ভারতের মাটিতে! দাসো অ্যাভিয়েশনের সঙ্গে চুক্তি স্বাক্ষর করল টাটা গোষ্ঠী। চুক্তি অনুযায়ী যুদ্ধবিমানের মূল কাঠামোটি ভারতে তৈরি করবে ‘টাটা অ্যাডভান্সড সিস্টেমস লিমিটেড’। হায়দরাবাদে টিএএসএলের কারখানায় উৎপাদন হবে রাফালের। 

Advertisement

সংবাদমাধ্যমকে দেওয়া বিবৃতিতে টাটা গোষ্ঠীর তরফে জানানো হয়েছে, চুক্তি অনুযায়ী ২০২৮ সাল থেকে হায়দরাবাদে উৎপাদন শুরু হবে রাফালের। প্রতি মাসে দু’টি রাফাল-কাঠামো নির্মাণ করা যাবে। ভারতীয় সেনার পাশাপাশি অন্য দেশগুলিতেও টাটার তৈরি রাফাল সরবরাহ করা হবে বলেই জানা গিয়েছে।

বছর কয়েক আগেই স্পেনের সংস্থা ‘এয়ারবাস ডিফেন্স অ্যান্ড স্পেস’-এর সঙ্গে চুক্তি করেছিল টাটা। সেবার ভারতে সি-২৯৫ মাঝারি ক্ষমতাসম্পন্ন সামরিক পরিবহণ বিমান বানানোর চুক্তি হয়েছিল। অন্যদিকে ২০১৬-র চুক্তি অনুযায়ী ধাপে ধাপে ভারতীয় বায়ুসেনাকে ৩৬টি রাফাল সরবরাহ করছে দাসো অ্যাভিয়েশন। গত এপ্রিলে নতুন করে ২৬টি পঞ্চম প্রজন্মের রাফাল যুদ্ধবিমান কেনার চুক্তি হয়েছে ফরাসি যুদ্ধবিমান নির্মাতা সংস্থা ও নয়াদিল্লির মধ্য়ে। উল্লেখ্য, সাম্প্রতিক ভারত-পাক সংঘর্ষে রাফালে ব্যবহার করেছে ভারত। যদিও পাকিস্তানের প্রত্যাঘাতে যুদ্ধবিমানের ক্ষয়ক্ষতির কথা স্বীকার করেছে ভারতীয় সেনা। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ভারতীয় সেনার পাশাপাশি অন্য দেশগুলিতেও টাটার তৈরি রাফাল সরবরাহ করা হবে বলেই জানা গিয়েছে।
  • বছর কয়েক আগেই স্পেনের সংস্থা ‘এয়ারবাস ডিফেন্স অ্যান্ড স্পেস’-এর সঙ্গে চুক্তি করেছিল টাটা।
Advertisement