shono
Advertisement

Breaking News

গোহত্যায় যাবজ্জীবন, গরুকে জাতীয় পশুর মর্যাদার সুপারিশ আদালতের

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গরুকে জাতীয় পশু হিসেবে ঘোষণা করুক কেন্দ্র ও গোহত্যায় দোষী সাব্যস্তদের যাবজ্জীবন কারাদণ্ডের সাজা দেওয়া হোক৷ বুধবার কেন্দ্রের কাছে এমনটাই সুপারিশ করে রাজস্থান হাই কোর্ট৷ জায়পুরের কাছে একটি গোশালার শোচনীয় অবস্থার প্রেক্ষিতে একটি পিটিশন দায়ের করা হয়েছিল৷ তারই প্রেক্ষিতে এদিন আদালত কেন্দ্রকে এই পরামর্শ দেয়৷   Declare cow as ‘national animal’, […] The post গোহত্যায় যাবজ্জীবন, গরুকে জাতীয় পশুর মর্যাদার সুপারিশ আদালতের appeared first on Sangbad Pratidin.
Posted: 02:47 PM May 31, 2017Updated: 09:17 AM May 31, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গরুকে জাতীয় পশু হিসেবে ঘোষণা করুক কেন্দ্র ও গোহত্যায় দোষী সাব্যস্তদের যাবজ্জীবন কারাদণ্ডের সাজা দেওয়া হোক৷ বুধবার কেন্দ্রের কাছে এমনটাই সুপারিশ করে রাজস্থান হাই কোর্ট৷ জায়পুরের কাছে একটি গোশালার শোচনীয় অবস্থার প্রেক্ষিতে একটি পিটিশন দায়ের করা হয়েছিল৷ তারই প্রেক্ষিতে এদিন আদালত কেন্দ্রকে এই পরামর্শ দেয়৷

Advertisement

 


সম্প্রতি গোহত্যার বিরুদ্ধে কেন্দ্রের গবাদি পশু নির্দেশিকার বিরুদ্ধে প্রতিবাদে সরব হয়েছে পশ্চিমবঙ্গ, কেরল, তামিলনাড়ু-সহ একাধিক রাজ্য৷ গোহত্যা রুখতে কড়া আইন এনেছে কেন্দ্র। শুক্রবার সরকারের তরফে জানানো হয়েছিল, পশু হাট বা পশু মেলায় বেআইনিভাবে আর গবাদি পশুর মাংস বিক্রি করার অনুমতি মিলবে না। ধর্মীয় কারণে বলি দেওয়ার জন্য অথবা মাংস খাওয়ার জন্য গরু, মোষ, ষাঁড়, বলদ, বাছুরের মতো পশুগুলি এই বাজারে বিক্রি করা যাবে না। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনেই পশু হাটে বেআইনি মাংসের বিক্রি বন্ধের নয়া আইন চালু হয়েছে।

[মোরা বিধ্বস্ত বাংলাদেশে ৩৩ বাসিন্দার প্রাণ বাঁচাল ভারতীয় নৌসেনা]

উল্লেখ্য, গত মঙ্গলবার মাদ্রাজ হাই কোর্টের মাদুরাই বেঞ্চ একটি জনস্বার্থ মামলার শুনানিতে গবাদি পশু নির্দেশিকার উপর স্থগিতাদেশ দেয়৷ ইতিমধ্যে ওই ইস্যু নিয়ে প্রতিবাদের নামে কেরলের কান্নুরে প্রকাশ্যে একটি বাছুরকে জবাই করে মাংস খায় কংগ্রেস সমর্থকরা৷ এমনই পরিস্থিতিতে আদালতের এই নির্দেশে কিছুটা স্বস্তি পেয়েছে কেন্দ্র৷

[কাবুলে ভারতীয় দূতাবাসের সামনে বিস্ফোরণ, অন্তত ৫০ জনের মৃত্যুর আশঙ্কা]

The post গোহত্যায় যাবজ্জীবন, গরুকে জাতীয় পশুর মর্যাদার সুপারিশ আদালতের appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup মহানগর toolbarvideo শোনো toolbarshorts রোববার