সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘লাল সন্ত্রাস’ দমনে ফের সাফল্য। ছত্তিশগড়ের সুকমা জেলার জঙ্গলে বড়সড় অভিযান নিরাপত্তারক্ষীদের। ধ্বংস করা হল মাওবাদীদের অস্ত্রঘাঁটি। জঙ্গলের ভিতর গোপনে এই অস্ত্র কারবারি চলছিল বলে জানা গিয়েছে। ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে বন্দুক, বিস্ফোরক-সহ বিপুল পরিমাণ অস্ত্রশস্ত্র।
রবিবার গোপন সূত্রে পেয়ে সুকমার মীনাগট্ট গ্রাম সংলগ্ন জঙ্গলে অভিযানে নামে স্থানীয় পুলিশ এবং সিআরপিএফ। এলাকা ঘিরে ফেলে তল্লাশি চালানোর সময়ে নজরে পড়ে ওই অঞ্চলে বিশাল অস্ত্রের কারখানা তৈরি করেছে মাওবাদীরা। তারপরই বিরাট ওই অস্ত্রভাণ্ডার গুঁড়িয়ে দেয় নিরাপত্তারক্ষীরা। সেখান থেকে উদ্ধার করা হয়েছে বিপুল পরিমাণ অস্ত্র, বিস্ফোরক এবং বিস্ফোরক তৈরির সরঞ্জাম। সূত্রের খবর, ওই অঞ্চল থেকেই ছাত্তিশগড়-সহ পাশ্ববর্তী রাজ্যে থাকা মাওবাদীদের হাতে পৌঁছে যেত অস্ত্র এবং বিস্ফোরক। অনুমান করা হচ্ছে, নিরাপত্তাবাহিনীর উপর বড়সড় হামলা চালানোর প্রস্তুতি চলছিল এখান থেকেই।
উল্লেখ্য, ২০২৬ সালের মার্চ মাসের মধ্যে দেশ থেকে মাওবাদকে পুরোপুরি নির্মূল করা হবে বলে জানিয়ে দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেই লক্ষ্যে জোরকদমে শুরু হয়েছে কাজ। গত কয়েক মাসে ছত্তিশগড়, মহারাষ্ট্র-সহ একাধিক রাজ্যে আত্মসমর্পণ করেন কয়েকশো মাওবাদী। স্পষ্ট ভাষায় শাহ জানিয়েছেন, “যারা হিংসাত্যাগ করে মূল স্রোতে ফিরছেন তাঁদের স্বাগত জানাই। কিন্তু যারা এখনও বন্দুক চালিয়ে যাবে তাঁদের নিরাপত্তা বাহিনীর মারণ শক্তির মুখোমুখি হতে হবে।”
