shono
Advertisement

Breaking News

Atal Canteen

'মা ক্যান্টিন'-এর মতো দিল্লিতে অটল ক্যান্টিন, পাঁচ টাকাতেই মিলবে ডাল-ভাত

দিল্লিতে মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা প্রয়াত প্রধানমন্ত্রীর সম্মানে চালু করলেন অটল ক্যান্টিন।
Published By: Anustup Roy BarmanPosted: 08:58 AM Dec 26, 2025Updated: 01:16 PM Dec 26, 2025

সোমনাথ রায়, নয়াদিল্লি: আরও একবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দেখানো পথে হাঁটল আরেক 'ডবল ইঞ্জিন সরকার'। এবার দিল্লিতে বাংলার মা ক্যান্টিনের আদলে চালু হল অটল ক্যান্টিন (Atal Canteen)।

Advertisement

প্রয়াত প্রধানমন্ত্রী ভারতরত্ন অটলবিহারী বাজপেয়ীর ১০২তম জন্মদিবস। এই উপলক্ষে দেশজুড়ে বিভিন্ন অনুষ্ঠান করল বিজেপি। বৃহস্পতিবার লখনউয়ের বসন্তকুঞ্জে এক বর্ণাঢ্য অনুষ্ঠানে 'রাষ্ট্র প্রেরণা স্থল'-এর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ছিলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথরা।

এই বিশেষ কেন্দ্রে ৬৫ ফুট উচ্চতার অটলবিহারী বাজপেয়ী, পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় এবং ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের সুবিশাল ব্রোঞ্জ মূর্তি উন্মোচন করে দেশবাসীকে উৎসর্গ করেন প্রধানমন্ত্রী। বসানো হয়েছে 'ভারতমাতা'-র মূর্তিও। রাষ্ট্র প্রেরণা স্থলের অন্যতম আকর্ষণ হল পদ্মফুলের আদলে তৈরি অত্যাধুনিক মিউজিয়াম। প্রায় ৯৮ হাজার বর্গফুট এলাকা জুড়ে বিস্তৃত এই জাদুঘরে ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে ভারতের জাতীয় অগ্রগতির ইতিহাস তুলে ধরা হয়েছে। দর্শনার্থীরা এখানে এক ইন্টারঅ্যাক্টিভ ও শিক্ষামূলক অভিজ্ঞতা পাবেন। এই প্রকল্প নির্মাণ করতে খরচ হয়েছে প্রায় ২৩০ কোটি টাকা।

উদ্বোধনী অনুষ্ঠানে রাজ্যপাল আনন্দীবেন প্যাটেল, মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এবং প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং উপস্থিত ছিলেন। এই কেন্দ্রটি জাতীয় সেবা, সাংস্কৃতিক চেতনা এবং জন-প্রেরণার এক স্থায়ী তীর্থস্থল হিসাবে গড়ে তোলা হয়েছে।

দিল্লিতে মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা প্রয়াত প্রধানমন্ত্রীর সম্মানে চালু করলেন অটল ক্যান্টিন। এদিন দিল্লির ৪৫টি জায়গায় এই ক্যান্টিন চালু হলেও আরও ৫৫টি স্থানে দ্রুত চালু হবে অটল ক্যান্টিন (Atal Canteen)। অর্থাৎ রাজধানী শহরের ১০০টি জায়গায় পাঁচ টাকার বিনিময়ে পাওয়া যাবে ভাত, ডাল, রুটি, সব্জি, আচার। এদিন এই ক্যান্টিন উদ্বোধন করে দিল্লির মুখ্যমন্ত্রী বলেন, "সাধারণ মানুষের বেঁচে থাকতে প্রয়োজন হয় মূলত তিনটি বিষয়। 'রোটি, কাপড়া ঔর মকান'। কাপড় ও বাসস্থান তো দূর, দেশের প্রচুর মানুষ দু'বেলা দু'মুঠো ভাতের ব্যবস্থা করতে গিয়েই হিমশিম খায়। এই কারণেই আমাদের এই উদ্যোগ।"

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • মমতা বন্দ্যোপাধ্যায়ের দেখানো পথে হাঁটল আরেক 'ডবল ইঞ্জিন সরকার'।
  • বাংলার মা ক্যান্টিনের আদলে চালু হল অটল ক্যান্টিন।
  • 'রাষ্ট্র প্রেরণা স্থল'-এর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
Advertisement