shono
Advertisement
Delhi-NCR

দুর্যোগে বিপর্যস্ত দিল্লি, ঝড়ে ভাঙল গাছ, উপড়ে গেল বিদ্যুতের খুঁটি, মৃত ৬

বিদ্যুতের খুঁটি ভেঙে মৃত্যু হয়েছে প্রতিবন্ধী এক ব্যক্তির।
Published By: Kishore GhoshPosted: 11:32 AM May 22, 2025Updated: 12:06 PM May 22, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ঝড়-বৃষ্টিতে বিপর্যস্ত দিল্লি। ঝড়ের কারণে লোধি রোড এলাকায় একটি বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ে মৃত্যু হয়েছে প্রতিবন্ধী এক ব্যক্তির। এছাড়াও দিল্লির গোকুলপুরীতে মাথায় গাছ ভেঙে পড়ায় মৃত্যু হয়েছে এক যুবকের। তীব্র দাবদাহের পর বুধবার রাতে ভারী বৃষ্টি ও ঝড় শুরু হয়। শিলাবৃষ্টি হয় একাধিক এলাকায়। দুর্যোগে দুই ব্যক্তির মৃত্যুর পাশাপাশি ১১ জন আহত হয়েছেন। এছাড়াও অন্য একটি ঘটনায় দুই ব্যক্তির মৃত্যু হয়েছে। ভারী বৃষ্টির কারণে গ্রেটার নয়ডায় দুর্ঘটনায় মৃত্যু হয়েছে দুই ব্যক্তির।

Advertisement

বুধবার সন্ধে সাড়ে সাতটা নাগাদ লোধি রোডে দুর্ঘটনা ঘটে। ঝড়ের দাপটে একটি বিদ্যুতের খুঁটি আছড়ে পড়ে প্রতিবন্ধী ব্যক্তির ট্রাই সাইকেলের উপরে। গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। অন্যদিকে গোকুলপুরীতে গাছ ভেঙে পড়ে ২২ বছরের যুবক আজহারের মাথায়। তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও বাঁচানো যায়নি। মুখার্জি নগরে পুরনো ব্রিজের একাংশ ভাঙায় আহত হন কমপক্ষে ছ'জন। কাশ্মীরি গেট এলাকায় একটি বাড়ির ব্যালকনি ধসে বছর ৫৫-র ব্যক্তি গুরুতর আহত হন। মঙ্গলপুরীতে ব্যালকনি ধসে মৃত্যু হয় এক মহিলা-সহ চার জনের।

ঝড়ে একাধিক গাছ পড়ায়, বিদ্যুতের খুঁটি উপড়ে যাওয়ায় ব্যাহত হয় রাজধানীর একাংশের বিদ্যুৎ পরিষেবা। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যাতে কোনও দুর্ঘটনা না-ঘটে, সেই কারণেও বন্ধ করে দেওয়া হয়েছিল বিদ্যুৎ পরিষেবা। এদিকে ঝড়ের কারণে ১৩টি বিমান দিল্লিতে অবতরণ করতে পারেনি। ২টি বিমানকে রাজস্থানের জয়পুর বিমানবন্দরের দিকে ঘুরিয়ে দেওয়া হয়। গাছ, বিদ্যুতের খুঁটি উপড়ে এবং জল জমে বন্ধ হয় বহু রাস্তা। একাধিক পথে যানজট তৈরি হয়।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • বুধবার সন্ধে সাড়ে সাতটা নাগাদ লোধি রোডে দুর্ঘটনা ঘটে।
  • ঝড়ে একাধিক গাছ পড়ায়, বিদ্যুতের খুঁটি উপড়ে যাওয়ায় ব্যাহত হয় রাজধানীর একাংশের বিদ্যুৎ পরিষেবা।
Advertisement