shono
Advertisement
Water Crisis

'নিজের ব্যর্থতার দায় অন্যের ঘাড়ে ঠেলছেন', জলসংকটে কেজরিকে তোপ উপরাজ্যপালের

হাজার কোটি টাকা খরচ করেছে, অথচ কাজের কাজ কিছুই হয়নি বলে অভিযোগ উপরাজ্যপালের।
Published By: Amit Kumar DasPosted: 09:29 PM May 31, 2024Updated: 09:29 PM May 31, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাজধানীর জলসংকটের দায় অরবিন্দ কেজরিওয়ালের সরকারের দিকেই ঠেললেন দিল্লির উপরাজ্যপাল ভিকে সাক্সেনা। কড়া সুরে আপ সরকারকে তোপ দেগে তাঁর অভিযোগ, 'নিজেদের দায়িত্বজ্ঞানহীনতার দায় অন্য সরকারের দিকে ঠেলছেন খোদ মুখ্যমন্ত্রী। ২৪ ঘণ্টা জলের পরিষেবার প্রতিশ্রুতি ব্যর্থ হওয়ার পর এখন দোষ ঢাকতে ছলনার আশ্রয় নিচ্ছেন মুখ্যমন্ত্রী।'

Advertisement

তীব্র গরমের মাঝেই ভয়ংকর জলসংকটে নাজেহাল অবস্থা দিল্লির। এহেন পরিস্থিতিতে হরিয়ানা, উত্তরপ্রদেশ ও হিমাচল প্রদেশকে ১ মাসের জন্য বাড়তি জল সরবরাহের নির্দেশ দেওয়া হোক, এমনই আর্জি জানিয়ে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছে কেজরি সরকার। এমনকী বিজেপি শাসিত হরিয়ানা দিল্লিকে তার প্রাপ্য জল দিচ্ছে না বলেও অভিযোগ করা হয়। এহেন পরিস্থিতির মাঝেই কেজরি সরকারকে পালটা তোপ দেগে দিল্লির উপরাজ্যপাল বলেন, 'আমি যতদূর জানি হরিয়ানা ও উত্তরপ্রদেশ লাগাতার দিল্লিকে তার প্রাপ্য জল সরবরাহ করছে। তার পরও এই জল সংকটের সবচেয়ে বড় কারণ এটাই যে দিল্লিকে পাঠানো ৫৪ শতাংশ জলের কোনও হিসেব নেই। ৪০ শতাংশ জল পুরানো ও খারাপ পাইপ লাইনের জেরে নষ্ট হয়।' একইসঙ্গে তাঁর দাবি, 'গত ১০ বছরে জলের জন্য হাজার কোটি টাকা খরচ করেছে আপ সরকার। অথচ পুরানো পাইপ সারানো বা নতুন পাইপ বসানো, কিছুই করা হয়নি। সত্যিটা এটাই যে ট্যাঙ্কার মাফিয়ার জল চুরি করে তা গরিবদের বিক্রি করছে।'

[আরও পড়ুন: চাকরি নেই বলে প্রেমিকার মন অন্য যুবকে, গলা কেটে খুন করল প্রেমিক!]

জলের সরবরাহে বিভাজনের অভিযোগ তুলে সাক্সেনা বলেন, 'এটা অত্যন্ত দুর্ভাগ্যের বিষয় যে দিল্লির ধনী এলাকায় ব্যক্তি পিছু দৈনিক ৫৫০ লিটার জল সরবরাহ করা হয়। অথচ গরিব এলাকাগুলিতে জন পিছু মাত্র ১৫ লিটার জল সরবরাহ হচ্ছে।' তাঁর আরও দাবি, 'হরিয়ানা থেকে জল এসে দিল্লির যে জলাধারে জমা হয় তার ক্ষমতা একটা সময় ২৫০ মিলিয়ন গ্যালন ছিল। বর্তমানে তা কমে গিয়ে মাত্র ১৬ মিলিয়ন গ্যালন হয়েছে। যার কারণ গত ১০ বছরে ওই জলাধার সাফাই করা হয়নি ফলে তার নাব্যতা কমে গিয়েছে। এই বিষয়ে আমি নিজে মুখ্যমন্ত্রীকে চিঠিও লিখেছিলাম। কিন্তু কোনও ফল হয়নি।'

[আরও পড়ুন: ভোটপর্বের শেষে টিভিতে বুথফেরত সমীক্ষার বিতর্কে নেই কংগ্রেস! বড় ঘোষণা হাত শিবিরের]

উল্লেখ্য, তীব্র গরমে জলসংকট দেখা দিয়েছে দিল্লির বিভিন্ন এলাকায়। এই পরিস্থিতিতে দিল্লির সরকারের তরফে অভিযোগ করা হয়েছে, হরিয়ানা সরকার দিল্লির প্রাপ্য জল সরবরাহ করছে না। শীর্ষ আদালতে এই বিষয়ে মামলা দায়েরের পাশাপাশি খোদ মুখ্যমন্ত্রী এই বিষয়ে বিজেপির কাছে আর্জি জানান, রাজনীতি দূরে সরিয়ে সংকটের সময়ে একযোগে কাজ করার। এদিকে জল অপচয় বন্ধ করতে কড়া পদক্ষেপ করেছে আপ সরকার। জানিয়ে দেওয়া হয়েছে, জল নষ্ট করলে দু’হাজার টাকা জরিমানা দিতে হবে। এই শাস্তি প্রয়োগ এবং নজরদারি চালাতে ২০০টি দল গঠন করা হয়েছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • রাজধানীর জলসংকটের দায় অরবিন্দ কেজরিওয়ালের সরকারের দিকেই ঠেললেন দিল্লির উপরাজ্যপাল
  • তাঁর অভিযোগ, 'নিজেদের দায়িত্বজ্ঞানহীনতার দায় অন্য সরকারের দিকে ঠেলছেন খোদ মুখ্যমন্ত্রী।
  • 'ধনী এলাকায় ব্যক্তি পিছু দৈনিক ৫৫০ লিটার জল অথচ গরিবদের জন্য মাত্র ১৫ লিটার', অভিযোগ সাক্সেনার।
Advertisement