shono
Advertisement

Breaking News

জানেন, নগদহীন লেনদেন করায় কত টাকা পুরস্কার দিল কেন্দ্র?

জানলে চমকে উঠবেন! The post জানেন, নগদহীন লেনদেন করায় কত টাকা পুরস্কার দিল কেন্দ্র? appeared first on Sangbad Pratidin.
Posted: 03:51 AM Apr 10, 2017Updated: 04:00 PM Dec 16, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রতিশ্রুতি রক্ষা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। নগদহীন লেনদেন করে এক কোটি টাকা জিতে নিলেন সেন্ট্রাল ব্যাঙ্ক অব ইন্ডিয়ার এক গ্রাহক। ভারতকে ডিজিটালি এগিয়ে নিয়ে যেতে পুরনো ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিল-সহ একাধিক পদক্ষেপ করেন প্রধানমন্ত্রী। যার মধ্যে অন্যতম ডিজিটাল লেনদেন সংক্রান্ত প্রমোশন স্কিমগুলি। এই স্কিমের আওতায় রবিবার লাকি ড্রয়ের মাধ্যমে ছয়জনকে বেছে নিলেন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। তালিকায় রয়েছেন তিনজন সাধারণ গ্রাহক ও তিনজন ব্যবসায়ীর নাম।

Advertisement

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির স্বপ্নের প্রকল্প ডিজিটাল ইন্ডিয়া। গত বছরের শেষে পুরনো ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিল ঘোষণার সময় থেকেই ডিজিটাল পেমেন্টের উপর জোর দিতে শুরু করে কেন্দ্র। এরপরই ঘোষণা করা হয়েছিল ‘লাকি গ্রাহক যোজনা’ ও ‘ডিজি ধন ব্যাপার যোজনা’ নামে দু’টি স্কিম। প্রথমটি সাধারণ গ্রাহকদের জন্য। পরেরটি ব্যবসায়ীদের জন্য। যারা ডিজিটালি লেনদেন করবে, তাদের পুরস্কৃত করা হবে বলে ঠিক করে কেন্দ্র।

[‘সিরিয়ায় আর একটাও বোমা ফেললে উড়িয়ে দেওয়া হবে আমেরিকাকে’]

লাকি গ্রাহক যোজনায় ১ কোটি টাকা পুরস্কার জেতেন সেন্ট্রাল ব্যাঙ্ক অব ইন্ডিয়ার এক গ্রাহক। দ্বিতীয় স্থানে রয়েছেন ব্যাঙ্ক অব বরোদার এক গ্রাহক। তার পুরস্কার মূল্য ৫০ লক্ষ টাকা। পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের এক গ্রাহক জিতেছেন ২৫ লক্ষ টাকা। তিনজনই তাঁদের RuPay ডেবিট কার্ডের মাধ্যমে লেনদেন করেন। অন্যদিকে ডিজি ধন ব্যাপার যোজনায় যথাক্রমে ৫০ লক্ষ টাকা, ২৫ লক্ষ টাকা ও ১২ লক্ষ টাকা পুরস্কার পাচ্ছেন তিনজন ব্যবসায়ী। আপাতত গ্রাহকদের যাবতীয় তথ্য-নথি মিলিয়ে দেখা হবে। আগামী ১৪ এপ্রিল নাগপুরে আম্বেদকর জয়ন্তীর এক অনুষ্ঠান-মঞ্চ থেকে পুরস্কারপ্রাপকদের সংবর্ধনা জানাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সমাজের বিভিন্ন শ্রেণির মানুষের মধ্যে ডিজিটাল লেনদেনকে ছড়িয়ে দিতেই এই উদ্যোগ কেন্দ্রের।

[কেন অনুরাগীদের সঙ্গে দেখা করলেন না রজনীকান্ত?]

The post জানেন, নগদহীন লেনদেন করায় কত টাকা পুরস্কার দিল কেন্দ্র? appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement