shono
Advertisement
Aadhaar Card

আধার থাকলেই কি ভারতীয় নাগরিক? কী বলছে সুপ্রিম কোর্ট?

নাগরিকত্বের প্রমাণ আধার?
Published By: Subhodeep MullickPosted: 05:19 PM Sep 08, 2025Updated: 05:19 PM Sep 08, 2025

সোমনাথ রায়, নয়াদিল্লি: বিহারের ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর)-এর ক্ষেত্রে প্রামাণ্য নথি হিসাবে আধার কার্ডকে অন্তর্ভুক্ত করতে হবে। কিন্তু আধার থাকলেই কি কোনও ব্যক্তিকে ভারতীয় নাগরিক হিসাবে গণ্য করা হবে? না। সোমবার সুপ্রিম কোর্ট ফের একবার স্পষ্ট করে দিয়েছে, আধারা কখনই নাগরিকত্বের প্রমাণ নয়। শুধু মাত্র ভোটার তালিকায় নাম তোলার ক্ষেত্রে এবং পরিচয় প্রমাণের ক্ষেত্রেই আধার সীমাবদ্ধ।

Advertisement

সোমবার বিচারপতি সূর্য কান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচীর বেঞ্চ সাফ জানিয়ে দিয়েছে, ভোটার তালিকায় নাম তোলার ক্ষেত্রে এবং ভোটারের পরিচয় প্রমাণের ক্ষেত্রে ১২তম নথি হিসাবে আধার কার্ডকে অন্তর্ভুক্ত করতে হবে। তবে আধার কখনই ভারতীয় নাগরিকত্বের প্রমাণ হিসেবে গণ্য করা হবে না। ভোটারের পরিচয়পত্র এবং নাগরিকত্বের মধ্যে স্পষ্ট পার্থক্য রয়েছে। এর আগে একইরকম মন্তব্য করেছিল বম্বে হাই কোর্টও। জানিয়ে ছিল, আধার, প্যান কিংবা ভোটার কার্ড নাগরিকত্বের প্রমাণ দেয় না। এই নথিগুলি শুধুমাত্র সনাক্তকরণ এবং পরিষেবা পাওয়ার ক্ষেত্রেই ব্যবহৃত হতে পারে। কিন্তু নাগরিকত্ব প্রমাণের জন্য নয়।

তবে আধার ও ভোটার কার্ড নিয়ে পুরনো প্রশ্ন থেকেই যাচ্ছে। যদি আধার বা ভোটার কার্ড প্রাথমিক পরিচয়পত্র না হয় তবে ভারতের নাগরিকত্বের প্রমাণপত্র কোনটি? তা কি জন্মের শংসাপত্র? সেক্ষেত্রে একজন নাগরিকের অন্যতম অধিকার ভোটদানে ভোটার কার্ড কীভাবে গ্রহণযোগ্য হয়? পাশাপাশি রাষ্ট্রের দেওয়া খাদ্যপণ্য পেতেও (রেশন ব্যবস্থা) রেশন কার্ডের সঙ্গে আধার কার্ড সংযুক্ত করতে হচ্ছে। আধার যদি প্রাথমিক পরিচয়পত্র না-ই হয়, তবে এর পিছনে যুক্তিই বা কী? আধার ও ভোটার যদি নাগরিকের প্রাথমিক পরিচয়পত্রের মধ্যে না পড়ে, তবে ভোটার কার্ড-আধার কার্ড সংযুক্তকরণের প্রয়োজনটাই বা কী? বিশেষজ্ঞদের বক্তব্য, এখনও পর্যন্ত এই বিভ্রান্তি দূর করতে পারেনি কেন্দ্রের বিজেপি সরকার। মাঝখান থেকে সমস্যায় পড়ছেন সাধারণ মানুষ।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • বিহারের ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর)-এর ক্ষেত্রে প্রামাণ্য নথি হিসাবে আধার কার্ডকে অন্তর্ভুক্ত করতে হবে।
  • কিন্তু আধার থাকলেই কি কোনও ব্যক্তিকে ভারতীয় নাগরিক হিসাবে গণ্য করা হবে?
Advertisement