shono
Advertisement
E-cigarette in Parliament

লোকসভায় ই-সিগারেট কাণ্ড! বাজেট অধিবেশনেই পদক্ষেপের সম্ভাবনা

সংসদের শীতকালীন অধিবেশনে তৃণমূল কংগ্রেসের এক সাংসদ লোকসভা চলাকলীন নিজের আসনে বসে ই-সিগারেট পান করছিলেন বলে অভিযোগ উঠেছিল।
Published By: Anustup Roy BarmanPosted: 09:41 AM Jan 13, 2026Updated: 12:58 PM Jan 13, 2026

ই-সিগারেট কাণ্ডে তৃণমূল সাংসদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার তোড়জোড়। সংসদের আসন্ন বাজেট অধিবেশেনেই এ বিষয়ে কড়া পদক্ষেপের সম্ভাবনা প্রবল। সংসদের শীতকালীন অধিবেশনে তৃণমূল কংগ্রেসের এক সাংসদ লোকসভা চলাকলীন নিজের আসনে বসে ই-সিগারেট (E-cigarette in Parliament) পান করছিলেন বলে অভিযোগ উঠেছিল।

Advertisement

সেই বিষয়ে তদন্তের দাবি জানিয়ে লোকসভার অধ্যক্ষ ওম বিড়লার কাছে অভিযোগ দায়ের করেছিলেন কয়েকজন বিজেপি সাংসদ। সোমবার এক সাংবাদিক বৈঠকে বিড়লা এ বিষয়ে স্পষ্ট জানিয়েছেন, "ই-সিগারেট কাণ্ডের তদন্ত চলছে। এবং এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থাও নেওয়া হবে। সংসদের অন্দরে মর্যাদা বজায় রাখতেই হবে, তা নিয়মাবলিতে স্পষ্ট বলা রয়েছে। মর্যাদা বজায় না রাখলে সদনের ব্যবস্থা গ্রহণের অধিকার আছে। অতীতেও সেই নজির রয়েছে।" বিড়লার বক্তব্য ইঙ্গিতপূর্ণ।

এদিকে সূত্র মারফত জানা গিয়েছে, লোকসভার ভিডিও ফুটেজ সংক্রান্ত ফরেনসিক রিপোর্ট খুব শীঘ্রই বিড়লার দপ্তরে জমা পড়তে চলেছে। তারপরেই বিষয়টিকে সংসদের প্রিভিলেজ কমিটি বা এথিক্স কমিটির কাছে পাঠানো হতে পারে বা আলাদা তদন্তদল গঠন করাও হতে পারে। এবারের বাজেট অধিবেশনে বাংলার বিধানসভা নির্বাচনের আঁচ পড়তে চলেছে বলেই জল্পনা রয়েছে রাজধানীর রাজনৈতিক মহলে।

সংসদে তৃণমূলের আক্রমণাত্মক ভূমিকায় পারদ চড়তে পারে কি না সংক্রান্ত প্রশ্নের উত্তরে বিড়লার সহাস্য জবাব, "রাজনৈতিক পারদ চড়বে না পড়বে, তা সংসদেই দেখা যাবে।" সংসদে যে একেবারে শেষ মুহূর্তে বিল পেশ করার কথা জানানো হয় এবং তাতে বিলের উপর বক্তব্য রাখার জন্য সময় মেলে না বলে বিরোধীদের যে অভিযোগ রয়েছে, তা এদিন কার্যত স্বীকার করে নিয়েছেন বিড়লা। একই সঙ্গে তিনি বিষয়টির সমাধান করতে চান বলেও জানিয়েছেন। এ প্রসঙ্গে বিড়লা বলেছেন, "বিষয়টি নিয়ে মন্ত্রীদের সঙ্গে কথা বলেছি। সংসদীয় বিধি অনুযায়ী যাতে সাংসদরা বিলের কপি সঠিক সময়ে হাতে পান, সেদিকে নজরও দিতে বলেছি।"

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement