shono
Advertisement
Mahesh Joshi

'জল জীবন' মিশনে দুর্নীতির অভিযোগ, ইডির হাতে গ্রেপ্তার রাজস্থানের প্রাক্তন মন্ত্রী মহেশ

তাঁর বিরুদ্ধে অভিযোগ ছিল, সরকারি পদে বসে তিনি ক্ষমতার অপব্যবহার করেছেন।
Published By: Subhodeep MullickPosted: 07:55 PM Apr 24, 2025Updated: 09:07 PM Apr 24, 2025

সংবাদ প্রতিদিন জিজিটাল ডেস্ক: 'জল জীবন' মিশনে দুর্নীতির অভিযোগে রাজস্থানের প্রাক্তন মন্ত্রী মহেশ যোশিকে গ্রেপ্তার করল ইডি। বৃহস্পতিবার বেশ কিছুক্ষণ জেরার পর তাঁকে হেফাজতে নেয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাটি। প্রসঙ্গত, মহেশ রাজস্থানের প্রাক্তন মুখ্যমন্ত্রী অশোক গেহলটের ঘনিষ্ঠ ছিলেন। ছিলেন গেহলটের জনস্বাস্থ্য বিভাগের মন্ত্রী।

Advertisement

গত বছর নভেম্বর মাসে মহেশের বিরুদ্ধে প্রথম মামলা দায়ের করে রাজস্থানের দুর্নীতি দমন শাখা। তাঁর বিরুদ্ধে অভিযোগ, সরকারি পদে বসে ক্ষমতার অপব্যবহার করার। শুধু তাই নয়, প্রকল্পের টাকাও তিনি নয় ছয় করেছেন বলেও অভিযোগ রয়েছে। মহেশ ছাড়াও এফআইআরে আরও ২২ জনের নাম রয়েছে বলে খবর। এরপরই তদন্ত শুরু করে ইডি। দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগে মহেশ ছাড়াও এখনও পর্যন্ত মোট চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের মধ্যে অন্যতম হলেন মহেশের আর্থিক উপদেষ্টা সুশীল শর্মা।

সম্প্রতি মহেশের বাড়ি-সহ একাধিক জায়গায় তল্লাশি চালায় ইডি। অবশেষে বৃহস্পতিবার বেশ কিছুক্ষণ জিজ্ঞাসাবাদের পর তাঁকে গ্রেপ্তার করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাটি। ইডি সূত্রে খবর, মহেশের বিরুদ্ধে পিএমএলএ (আর্থিত তছরুপ) ধারায় মামলা রুজু করা হয়েছে।

উল্লেখ্য, নিরাপদ এবং পর্যাপ্ত পানীয় জল বাড়িতে সরবরাহের উদ্দেশ্যে ২০১৯ সালে এই ‘জল জীবন’ মিশন প্রকল্পটি চালু করে কেন্দ্র। রাজস্থান সরকারের জনস্বাস্থ্য বিভাগ প্রকল্পটি সে রাজ্যে বাস্তবায়িত করে। এবার সেই মিশনেই দুর্নীতিতে অভিযুক্ত হলেন কংগ্রেস নেতা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • 'জল জীবন' মিশনে দুর্নীতির অভিযোগে রাজস্থানের প্রাক্তন মন্ত্রী মহেশ যোশিকে গ্রেপ্তার করল ইডি।
  • বৃহস্পতিবার বেশ কিছুক্ষণ জেরার পর তাঁকে হেফাজতে নেয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাটি।
  • মহেশ রাজস্থানের প্রাক্তন মুখ্যমন্ত্রী অশোক গেহলটের ঘনিষ্ঠ ছিলেন।
Advertisement