shono
Advertisement
Election Commission

আগস্টেই দেশজুড়ে ভোটার তালিকা সমীক্ষা! সুপ্রিম মামলার মধ্যেই তৎপর কমিশন

২৮ জুলাই নিবিড় সমীক্ষা বিরোধী মামলার পরবর্তী শুনানি।
Published By: Kishore GhoshPosted: 07:02 PM Jul 13, 2025Updated: 07:02 PM Jul 13, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিহারে ভোটার তালিকার বিশেষ নিবিড় সমীক্ষা (স্পেশাল ইনটেনসিভ রিভিশন বা এসআইআর) নিয়ে শুরু হয়েছে বিতর্ক। মামলা উঠেছে সুপ্রিম কোর্টে। এর মধ্যেই সংবাদসংস্থা পিটিআই সূত্রে খবর, আগামী আগস্ট মাস থেকেই দেশব্যাপী ভোটার তালিকা সংক্রান্ত সমীক্ষা শুরুর করতে চাইছে জাতীয় নির্বাচন কমিশন। যদিও সুপ্রিম রায়ের উপরে নির্ভর করছে পাকা দিনক্ষণ।

Advertisement

বিহারে ভোটার তালিকা সংশোধনের অন্যতম উদ্দেশ্য হল অবৈধ অনুপ্রবেশকারী- সহ অযোগ্য ভোটারদের চূড়ান্ত তালিকা থেকে বাদ দেওয়া। কমিশন জানিয়েছে, যাতে শুধুমাত্র যোগ্য ভারতীয় নাগরিকরাই ভোটাদানের অধিকার পান সেটা নিশ্চিত করতেই এই সংশোধনী। বিহারের পরে এক এক করে অন্যান্য রাজ্যগুলিতে ভোটার তালিকা সংশোধনের কাজ হবে বলে আগেই জানা গিয়েছিল। রবিবার পিটিআই জানিয়েছে, আগামী মাস থেকেই এই প্রক্রিয়া শুরু করতে চাইছে কমিশন। সেইমতো বিভিন্ন রাজ্যে কমিশনের কর্মীদের নির্দেশও দেওয়া হচ্ছে।

যদিও বিশেষ নিবিড় সমীক্ষার (স্পেশাল ইনটেনসিভ রিভিশন বা এসআইআর) বিরুদ্ধে সুপ্রিম কোর্টে একাধিক মামলা চলছে। আগামী ২৮ জুলাই মামলার পরবর্তী শুনানি রয়েছে। ওই দিনই দেশব্যাপী সমীক্ষার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারে কমিশন। এদিকে একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের দাবি, বিহারে ভোটার তালিকাতে বিদেশি অনুপ্রবেশ মিলেছে! নেপাল-বাংলাদেশ-মায়ানমারের বহু নাগরিক ঢুকে রয়েছেন তালিকায়! রিপোর্টে দাবি করা হয়েছে, ভোটার তালিকায় এমন কিছু ভোটারের নাম ঢুকে রয়েছে যাঁদের বিহারে কোনও স্থায়ী ঠিকানাই নেই।

চলতি বছরের শেষের দিকে বিহারে বিধানসভা নির্বাচন। এর পর ২০২৬ সালে একে নির্বাচন রয়েছে পশ্চিমবঙ্গ, অসম, পুদুচেরি, তামিলনাড়ু এবং কেরলে। দেশের বিভিন্ন রাজ্যে বিধানসভা নির্বাচনের আগেভাগে কমিশনের বিশেষ নিবিড় সমীক্ষার উদ্যোগ তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • যদিও বিশেষ নিবিড় সমীক্ষার (স্পেশাল ইনটেনসিভ রিভিশন বা এসআইআর) বিরুদ্ধে সুপ্রিম কোর্টে একাধিক মামলা চলছে।
  • চলতি বছরের শেষের দিকে বিহারে বিধানসভা নির্বাচন।
  • ২০২৬ সালে একে নির্বাচন রয়েছে পশ্চিমবঙ্গ, অসম, পুদুচেরি, তামিলনাড়ু এবং কেরলে।
Advertisement