সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দিল্লির বিধানসভা ভোটের আগে ‘প্রযুক্তির বিড়ম্বনা’র মোকাবিলা করতে সক্রিয় হল নির্বাচন কমিশন। যুযুধান রাজনৈতিক দলগুলি যাতে প্রতিপক্ষকে নিশানা করতে কৃত্রিম বুদ্ধিমত্তার অপপ্রয়োগ না করে, তা নিশ্চিত করতে বৃহস্পতিবার একটি নির্দেশিকা প্রকাশ করা হয়েছে কমিশনের তরফে।
ওই নির্দেশিকায় রাজনৈতিক দলগুলিকে ‘দায়িত্বশীল ভাবে’ এবং ‘স্বচ্ছতার সঙ্গে’ নির্বাচনী প্রচারে এআই ব্যবহার করার ‘পরামর্শ’ দিয়েছে কমিশন। এআই প্রযুক্তির সাহায্যে তৈরি ভিডিও প্রচারচিত্র সম্পর্কে কড়াকড়ি বাড়ানোর কথাও বলা হয়েছে ওই নির্দেশিকায়। জানানো হয়েছে, এ জাতীয় ভিডিয়োর সূচনাতেই ‘কণ্ঠস্বরের মাধ্যমে এবং লিখিত ভাবে’ ঘোষণা করতে হবে সেটি কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে তৈরি।
মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার সম্প্রতি ভোটের প্রচারে কৃত্রিম বুদ্ধিমত্তার অপব্যবহার সম্পর্কে উদ্বেগ প্রকাশ করেছিলেন। জনমত প্রভাবিত করার জন্য ভুয়ো তথ্যে নির্মিত আপাতসত্যের ভিডিও নির্মাণকে ‘অপরাধ’ বলেও চিহ্নিত করেছিলেন তিনি। বিভিন্ন রাজনৈতিক দলের ‘আইটি সেল’কে এ বিষয়ে সতর্ক হওয়ার বার্তা দিয়েছিলেন তিনি। গত বছর লোকসভা নির্বাচনের সময় কমিশন সমাজমাধ্যমগুলিকে দায়িত্বশীল এবং নৈতিকভাবে AI ব্যবহারের জন্য নির্দেশিকা জারি করেছিল রাজনৈতিক দলগুলির উদ্দেশে। এ বারও ‘নিশানা’ হল এআই।
এদিকে অরবিন্দ কেজরিওয়ালের কেন্দ্রের বিজেপি প্রার্থী প্রবেশ বর্মার বিরুদ্ধে ভোটারদের মধ্যে জুতো বিলি করার অভিযোগ তুলেছিল আপ। এ বার তার ভিত্তিতে নয়াদিল্লি কেন্দ্রের বিজেপি প্রার্থীর বিরুদ্ধে এফআইআর দায়ের করছে নির্বাচন কমিশন। বুধবার বিকেলে নয়াদিল্লি বিধানসভা কেন্দ্রের রিটার্নিং অফিসার স্থানীয় থানায় ওসিকে এফআইআর দায়ের করার নির্দেশ দেন। কমিশনের তরফে জানানো হয়েছে, রজনীশ ভাস্কর নামে এক আইনজীবী ভিডিও পেশ করে অভিযোগ জানিয়েছিলেন, মহিলা ভোটারদের জুতো বিলি করছেন প্রবেশ। তারই প্রেক্ষিতে এই পদক্ষেপ।