সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ১৬তলা থেকে পড়ে মৃত্যু হল এক তরুণ ইঞ্জিনিয়ারের। সম্প্রতি মর্মান্তিক এক ঘটনাটি ঘটেছে বেঙ্গালুরুতে। কিন্তু কী কারণে তিনি ঝাঁপ দিলেন, তা এখনও জানা যায়নি। এটি খুন নাকি আত্মহত্যা সেটাও এখনও স্পষ্ট নয়। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
পুলিশ সূত্রে খবর, মৃতের নাম নিক্ষপ। তিনি ইউরোপে ইলেকট্রনিক ইঞ্জিনিয়ার হিসাবে কর্মরত ছিলেন। তবে সম্প্রতি সেখানকার কাজ ছেড়ে পাকাপাকিভাবে ভারতে বসবাস করতে শুরু করেন। বেঙ্গালুরুর হাসরাঘাটা এলাকার বাসিন্দা ছিলেন তিনি। জানা গিয়েছে, কয়েকদিন আগে নিক্ষপ তাঁর মা-বাবার বাড়ি গিয়েছিলেন। সেই বাড়িরই ১৬ তলা থেকে পড়েই মৃত্যু হয় তাঁর।
খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। দেহটিকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। কিন্তু কী কারণে নিক্ষপ ঝাঁপ দিলেন, তা এখনও জানা যায়নি। এটি খুন নাকি আত্মহত্যা সেটাও স্পষ্ট নয়। তবে পরিবারের দাবি, নিক্ষপ বেশ কয়েকবছর ধরে সিজোফ্রেনিয়া রোগে আক্রান্ত ছিলেন। অসুস্থতার শিকার হয়েই তিনি আত্মঘাতী হয়েছেন কি না উঠছে প্রশ্ন। সবদিক খতিয়ে দেখে ঘটনার তদন্ত করা হবে আশ্বাস দিয়েছে পুলিশ।
