shono
Advertisement

আরএসএসের ‘ঘর’ থেকেই প্রচার শুরু INDIA জোটের! তুঙ্গে জল্পনা

প্রথমে ওই সভা হওয়ার কথা ছিল ভোপালে।
Posted: 04:35 PM Sep 21, 2023Updated: 04:35 PM Sep 21, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আরএসএসের (RSS) ‘ঘর’ থেকেই লোকসভা ভোটের প্রচার শুরু করতে চলেছে ইন্ডিয়া জোট! শোনা যাচ্ছে, আরএসএসের সদর দপ্তর যে শহরে, সেই নাগপুরেই প্রথম জনসভা করতে পারে বিরোধী জোট। যদিও সেই সভার দিনক্ষণ এখনও ঠিক হয়নি।

Advertisement

অক্টোবরের প্রথম সপ্তাহে মধ্যপ্রদেশের ভোপালে ইন্ডিয়া (INDIA) জোটের প্রথম যে জনসভা হওয়ার কথা ছিল, সেটা বাতিল হয়েছে। জানা গিয়েছে, ওই সময় মধ্যপ্রদেশে কংগ্রেসের অন্য প্রচার কর্মসূচি থাকায় সভা বাতিল করার সিদ্ধান্ত হয়েছে। সেই সভা বাতিল হওয়ার পর এবার নাকি সভার স্থান হিসাবে বাছা হয়েছে মহারাষ্ট্রের নাগপুরকে। ঘটনাচক্রে ওই নাগপুরেই আরএসএসের সদর দপ্তর। সেখানে জনসভার পর একটি বৈঠকও করবেন ইন্ডিয়া জোটের নেতারা।

[আরও পড়ুন: পুরুলিয়া-রানাঘাট ডাকাতি: গরাদের পিছনে বসে লুটের ছক! জেলে গিয়ে মাস্টারমাইন্ডকে জেরা করবে SIT]

ইন্ডিয়া জোটের সমন্বয় কমিটির প্রথম বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়, মূল্যবৃদ্ধি, বেকারত্ব এবং বিজেপি (BJP) সরকারের দুর্নীতি ইস্যুকে সামনে রেখে ভোপালে জোটের প্রথম জনসভাটি করা হবে। মূলত কংগ্রেস (Congress) ওই জনসভার আয়োজনের দায়িত্বে থাকলেও ইন্ডিয়ার অন্য শীর্ষ নেতারা ওই জনসভায় থাকবেন। তার পর দেশের অন্যান্য প্রান্তেও এই ধরনের জনসভা হবে। কিন্তু পরে ওই সভা বাতিল করা হয়।

[আরও পড়ুন: বিয়ের জন্য চাপ দেওয়ায় খুন! মন্দারমণিতে তরুণীর দেহ উদ্ধারের ঘটনায় গ্রেপ্তার প্রেমিক-সহ ২]

ঠিক হয়েছে, ভোপালের বদলে নাগপুরে ওই জনসভা করা হবে। ইস্যুও একই থাকবে। আয়োজনের দায়িত্বে মূলত কংগ্রেসই থাকবে। তবে, ওই সভার দিনক্ষণ এখনও ঠিক হয়নি। তবে শোনা যাচ্ছে, অক্টোবরেই সভার আয়োজন হতে পারে। তার আগে অবশ্য জোটে আসন রফার বিষয়টি স্পষ্ট করে নিতে চাইছেন জোট নেতারা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement