shono
Advertisement
Mumbai

জলের ট্যাঙ্ক পরিষ্কার করতে গিয়ে মর্মান্তিক পরিণতি, মুম্বইয়ে শ্বাসরোধ হয়ে মৃত ৫ শ্রমিক

ট্যাঙ্কের মধ্যে বিষাক্ত গ্যাস ছিল কিনা খতিয়ে দেখা হচ্ছে।
Published By: Amit Kumar DasPosted: 06:28 PM Mar 09, 2025Updated: 06:28 PM Mar 09, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জলের ট্যাঙ্ক পরিষ্কার করতে নেমে মহারাষ্ট্রে শ্বাসরোধ হয়ে মৃত্যু হল ৫ শ্রমিকের। রবিবার দুপুরে মর্মান্তিক এই ঘটনা ঘটেছে মুম্বইয়ের নাগপাড়ার মিন্ট রোডের কাছে এক নির্মীয়মান ভবনে। দ্রুত তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষরক্ষা হয়নি।

Advertisement

সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, রবিবার দুপুর দেড়টা নাগাদ নাগপাড়ার মিন্ট রোডে বিসমিল্লাহ স্পেস বিল্ডিং কমপ্লেক্সের একটি বিল্ডিংয়ে জলের ট্যাঙ্ক পরিষ্কার করতে ওই ৫ শ্রমিক। ট্যাঙ্কের ভিতরে অক্সিজেনের অভাবে অসুস্থ হয়ে পড়েন তাঁরা। শ্রমিকদের উদ্ধার করতে খবর দেওয়া হয় দমকল বিভাগকে। দমকলকর্মীরা ওই শ্রমিকদের অচেতন অবস্থায় উদ্ধার করে নিকটবর্তী স্যর জে জে হাসপাতালে নিয়ে যান। সেখানেই ৪ জনকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। পরে চিকিৎসা চলাকালীন মৃত্যু হয় আরও একজনের। বৃহ্নমুম্বই পুরসভা (বিএমসি) ও মুম্বই পুলিশের তরফে ৫ জনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে।

এই দুর্ঘটনার পর চিকিৎসকদের তরফে জানানো হয়েছে, অক্সিজেনের অভাবেই মৃত্যু হয়েছে ওই শ্রমিকদের। হাসপাতালে আসার আগেই চারজনের মৃত্যু হয়েছিল। চিকিৎসা চলাকালীন মৃত্যু হয় আরও একজনের। কীভাবে এই দুর্ঘটনা ঘটল তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। ওই ট্যাঙ্কের মধ্যে কোনও বিষাক্ত গ্যাস ছিল কিনা সেটাও তদন্ত করে দেখা হচ্ছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • জলের ট্যাঙ্ক পরিষ্কার করতে নেমে মহারাষ্ট্রে শ্বাসরোধ হয়ে মৃত্যু হল ৫ শ্রমিকের।
  • রবিবার দুপুরে মর্মান্তিক এই ঘটনা ঘটেছে মুম্বইয়ের নাগপাড়ার মিন্ট রোডের কাছে এক নির্মীয়মান ভবনে।
  • দ্রুত তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষরক্ষা হয়নি।
Advertisement