shono
Advertisement

ফের অগ্নিগর্ভ মণিপুর, সংঘাতে জখম ১৫

গত শনিবার সশস্ত্র পাঁচ যুবককে গ্রেপ্তার করা হয়।
Posted: 10:15 AM Sep 23, 2023Updated: 10:15 AM Sep 23, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পাঁচজন সশস্ত্র যুবকের গ্রেপ্তারির পর থেকে উত্তপ্ত হয়ে রয়েছে মণিপুর। ধৃতদের মুক্তির দাবিতে চার-পাঁচ দিন ধরে সেরাজ্যে বিক্ষোভ-প্রতিবাদের আগুন জ্বলে উঠেছে। সূত্রের খবর, আটক করা যুবকদের জামিন দেওয়া হলেও ফের তাদের মধ্যে একজনকে হেফাজতে নেওয়া হয়। এর পর থেকেই ক্ষোভে ফেটে পড়েছেন ইম্ফল ওয়েস্টের সাধারণ মানুষ।

Advertisement

পিটিআই সূত্রে খবর, শুক্রবার সকালে ইম্ফলের বিশেষ আদালতে ওই অভিযুক্তদের জামিন দেওয়া হয়েছিল। কিন্তু তাঁদের মধ্যে একজনকে ফের গ্রেপ্তার করে নিরাপত্তাবাহিনী। জামিনে মুক্ত চারজনকে পরিবারের হাতে তুলে দেওয়া হলেও মইরংথাম আনন্দ নামে একজনকে ফের হেফাজতে নেওয়া হয়। জানা গিয়েছে, আনন্দ ‘নিষিদ্ধ পিপলস লিবারেশন আর্মি’র সদস্য ছিলেন। এর পরই ইম্ফল ওয়েস্টে (Imphal West) বিক্ষোভ দেখাতে শুরু করেন সাধারণ মানুষ। রাস্তায় টায়ার জ্বালিয়ে প্রতিবাদ দেখানো হয়। উন্মুক্ত জনতাকে নিয়ন্ত্রণ করতে কয়েক রাউন্ড কাঁদানে গ্যাস ছোড়ে পুলিশ। সংঘর্ষে আহত হয় ১৫ জন। 

[আরও পড়ুন: কত অস্ত্র উদ্ধার হয়েছে? সুপ্রিম কোর্টে রিপোর্ট দাখিল মণিপুর সরকারের

উল্লেখ্য, গত শনিবার সশস্ত্র পাঁচ যুবককে গ্রেপ্তার করা হয়। আগ্নেয়াস্ত্র ও সেনার পোশাক নিজেদের কাছে রাখার অপরাধে আটক করা হয় তাদের। এর পর থেকেই মণিপুরের (Manipur) নানা প্রান্তে ক্ষোভ বাড়তে থাকে। পোরমপট থানায় প্রতিবাদ দেখাতে গেলে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ান বিক্ষোভকারীরা। জমায়েত নিয়ন্ত্রণ করতে কয়েক রাউন্ড কাঁদানে গ্যাস ছোড়ে পুলিশ। এর জেরে কয়েকজন বিক্ষোভকারী এবং র‌্যাফের জওয়ান আহত হন। ধৃতদের মুক্তির দাবিতে রাজ্যজুড়ে ৪৮ ঘণ্টার বন্‌ধের ডাক দেয় মেইরা পাইবি-সহ স্থানীয় পাঁচটি ক্লাব। গত সোমবার ইম্ফল ইস্ট, ইম্ফল ওয়েস্ট, খুরাই, কংবা, বিষ্ণুপুর, থাউবলের মতো এলাকায় প্রতিবাদ দেখান মেতেই মহিলারা। রাস্তা অবরোধ করে চলে বিক্ষোভ। 

[আরও পড়ুন: দীপাবলিতে ‘সুপ্রিম’ শুভেচ্ছা, তবে ‘পরিবেশবান্ধব বাজি’তে না শীর্ষ আদালতের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement