সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিপজ্জনক মাত্রায় কীটনাশক রয়েছে ভারতে তৈরি হওয়া মশলায়! এই অভিযোগে গত কয়েকদিনে ভারতীয় মশলা নিষিদ্ধ করেছে সিঙ্গাপুরের (Singapore) মতো দেশগুলো। কিন্তু এই দাবি উড়িয়ে দিয়েছে ভারত। বিবৃতি জারি করে ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস (FSSAI) জানিয়েছে, জনস্বাস্থ্য়ের কথা মাথায় রেখে কীটনাশকের পরিমাণ সবসময় নিয়ন্ত্রণ করা হয়।
কিছুদিন আগে বর্নভিটা-সহ একাধিক ‘হেলথ ড্রিঙ্ক’ নিষিদ্ধ করেছে কেন্দ্র। এর পর বহুজাতিক সংস্থা নেসলের বিরুদ্ধে অভিযোগ উঠেছে যে শিশুখাদ্য সেরেল্যাকে বিপজ্জনক মাত্রায় চিনি মেশায় তারা। বিতর্কের আগুনে ঘি পড়ে সিঙ্গাপুর সরকারের কথায়। ভারতের মশলা প্রস্তুতকারক সংস্থা এভারেস্টের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ আনে তারা। সংস্থার জনপ্রিয় ফিস কারি মশলায় বিপজ্জনক মাত্রায় কীটনাশক মেশানো হচ্ছে বলে দাবি করা হয়। খাদ্য তালিকা থেকে মশলা (Indian Spices) বাতিলও করে সিঙ্গাপুর সরকার। ‘বিষ’ মশলা আমদানি বন্ধ করে তারা।
[আরও পড়ুন: মনোনয়ন জমা দিতেই গ্রেপ্তার! পুরনো মামলায় লোকসভার প্রার্থীকে জেলে পুরল পুলিশ]
নেটদুনিয়ায় তুমুল কটাক্ষ শুরু হয় এভারেস্টের মশলা উৎপাদন ঘিরে। একাধিক সংস্থার রিপোর্টও ছড়িয়ে পড়ে সোশাল মিডিয়ায়। সেই রিপোর্টগুলোর প্রেক্ষিতে রবিবার একটি বিবৃতি জারি করে ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস অথরিটি। কেন্দ্রের অধীনস্থ সংস্থাটির তরফে সাফ জানানো হয়, সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়া রিপোর্ট ভুয়ো এবং বিভ্রান্তিকর। কোনও মশলায় কতখানি কীটনাশক মেশানো হবে, সেই নিয়ে ভারতে যথেষ্ট কড়াকড়ি রয়েছে। এই ক্ষেত্রে বিশ্বের সবচেয়ে কড়া দেশগুলোর মধ্যে ভারত অন্যতম। জনস্বাস্থ্যের কথা মাথায় রেখেই কীটনাশক মেশানোর মাত্রায় তারতম্য করা হয়। তবে সিঙ্গাপুর সরকারের পদক্ষেপ নিয়ে কিছুই বলা হয়নি বিবৃতিতে।