shono
Advertisement
Raj Chakraborty

হিন্দি ধারাবাহিক পরিচালনায় রাজ! কোন অভিনেতার সঙ্গে জুটি বাঁধছেন?

গুরগাঁওয়ের একটি ফিল্মসিটিতে শুটিং করতেও নাকি দেখা গিয়েছে রাজকে।
Published By: Manasi NathPosted: 09:47 AM Apr 14, 2025Updated: 09:47 AM Apr 14, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাজ চক্রবর্তীর পরিচালনায় ২০১৯ সালে মুক্তি পায় বাংলা ছবি 'পরিণীতা'। সেই ছবির হিন্দি রিমেক করছেন রাজ। তবে সিরিজ আকারে। জিও হটস্টারের জন্য তৈরি এই সিরিজের হাত ধরেই বলিউডে পা রেখেছেন বাংলার পরিচালক। শোনা যাচ্ছে এবার তিনি বলিউডে হিন্দি ধারাবাহিক পরিচালনা করছেন।

Advertisement

সুত্রের খবর, হিন্দি ধারাবাহিক পরিচালনার জন্যই নাকি কয়েকদিন আগে মুম্বই উড়ে গিয়েছেন রাজ। রবিবার তাঁকে গুরগাঁওয়ের একটি ফিল্মসিটিতে শুটিং করতেও নাকি দেখা গিয়েছে। খবর, তিনি নাকি 'অনুপমা' খ্যাত জনপ্রিয় অভিনেত্রী রূপালি গঙ্গোপাধ্যায়কে নিয়ে শুটিং করছিলেন। তবে কি তিনি তাঁর নতুন হিন্দি ধারাবাহিকের কাজ শুরু করেছেন? জনপ্রিয় বাংলা ধারাবাহিক  'পটলকুমার গানওয়ালা'র হিন্দি রিকেম হতে চলেছে। নাম 'তু দিল মে ধড়কন'। শোনা যাচ্ছে সেই ধারাবাহিকের প্রচার ঝলক পরিচালনার দায়িত্ব সামলাচ্ছেন রাজ। 'অনুপমা' ধারাবাহিকের ভিতরেই নতুন ধারাবাহিকের প্রচার ঝলক দেখা যাবে। সে কারণেই 'অনুপমা' রূপালিকে নিয়ে শুটিং করতে দেখা গিয়েছে রাজকে।

প্রসঙ্গত, মাত্র কয়েকদিন আগেই বলিপাড়ায় প্রযোজক হিসাবে আত্মপ্রকাশ ঘটেছে টলি সুপারস্টার প্রসেনজিৎ চট্টপাধ্যায়ের। তাঁর সংস্থা এনআইডিজায় তৈরি করছে 'কথা'র হিন্দি রিমেক। এবার কি রাজও সেই ধারা অনুসরণ করে বলিউডে পাকাপাকিভাবে কাজ শুরু করলেন? সময়ই তার উত্তর দেবে। বাংলায় রাজের শেষ মুক্তিপ্রাপ্ত ছবি 'সন্তান'। ছবিটি দর্শকদের প্রশংসা কুড়িয়েছে। নেটিজেনদের ধারণা, শুধু প্রচার ঝলক নয় হয়তো এবার নতুন ধারাবাহিক পরিচালনা করতেও দেখা যাবে রাজকেই।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • রাজ চক্রবর্তীর পরিচালনায় ২০১৯ সালে মুক্তি পায় বাংলা ছবি 'পরিণীতা'। সেই ছবির হিন্দি রিমেক করছেন রাজ। তবে সিরিজ আকারে।
  • শোনা যাচ্ছে, এবার তিনি বলিউডে হিন্দি ধারাবাহিক পরিচালনা করছেন।
  • রবিবার তাঁকে গুরগাঁওয়ের একটি ফিল্মসিটিতে শুটিং করতেও নাকি দেখা গিয়েছে।
Advertisement