shono
Advertisement
JNU

JNU-তে মোদি বিরোধী স্লোগান! 'এটা নরেন্দ্র মোদির ভারত', পালটা হুঁশিয়ারি গিরিরাজের

'পাকিস্তানি মানসিকতার ধারক এইসব পড়ুয়ারা দেশদ্রোহী', তোপ গিরিরাজের।
Published By: Amit Kumar DasPosted: 01:18 PM Jan 06, 2026Updated: 01:18 PM Jan 06, 2026

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে (জেএনইউ) নরেন্দ্র মোদি ও অমিত শাহের বিরুদ্ধে স্লোগানে রেগে আগুন কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং। প্রতিবাদী পড়ুয়াদের দেশবিরোধী, টুকরে টুকরে গ্যাং-এর সদস্য বলে তোপ দাগার পাশাপাশি তাঁর হুঁশিয়ারি, 'ভুলে যেও না এটা নরেন্দ্র মোদির ভারত'। পাশাপাশি তাঁর আরও অভিযোগ, পাকিস্তানি মানসিকতার ধারক এইসব পড়ুয়ারা দেশদ্রোহী।

Advertisement

২০২০ সালের দিল্লি দাঙ্গায় অভিযুক্ত উমর খালিদ ও শারজিল ইমামের জামিনের আবেদন সোমবার খারিজ করেছে সুপ্রিম কোর্ট। আদালত জানিয়েছে, ওই দাঙ্গার ঘটনায় ষড়যন্ত্রের পরিকল্পনা ও দাঙ্গা সংগঠিত করার ক্ষেত্রে খালিদ এবং ইমামের কেন্দ্রীয় ভূমিকা ছিল। যদিও তাঁদের সঙ্গে জেলবন্দি বাকি ৫ জনকে শর্ত সাপেক্ষে মুক্তি দিয়েছে সুপ্রিম কোর্ট। খালিদের জামিন খারিজ হওয়ার পর, সোমবার সন্ধ্যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিরুদ্ধে জেএনইউ ক্যাম্পাসে বিক্ষোভ দেখাতে শুরু করে সেখানকার পড়ুয়ারা। স্লোগান তোলা হয়, 'জেএনইউ কী ধরতী পর মোদি-শাহ কী কবর খুদেগী।' অর্থাৎ 'জেএনইউ-এর মাটিতেই মোদি শাহের কবর খোঁড়া হবে।' মুহূর্তের মধ্যে সোশাল মিডিয়ায় ভাইরাল হয় এই স্লোগান।

মোদি বিরোধী এই স্লোগানে যারপরনাই ক্ষুব্ধ বিজেপি। মঙ্গলবার সকালে সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং বলেন, "জেএনইউ টুকরে টুকরে গ্যাং, আরজেডি, তৃণমূল, বাম দল ও রাহুল গান্ধীর মতো দেশবিরোধী মানসিকতার লোকের কার্যালয় হয়ে উঠেছে। ওদের মনে রাখা উচিত এটা ভারত এবং একবিংশ শতাব্দীর নরেন্দ্র মোদির ভারত। বিবেকানন্দ বলেছিলেন গেরুয়া রং-ই থাকবে। আমি এইসব টুকরে টুকরে গ্যাংকে বলতে চাই, যারা উমর খালিদ ও শরজিল ইমামকে সমর্থন করে, যারা পাকিস্তানের মানসিকতায় বিশ্বাস করে যারা চিকেন নেক আলাদা করার কথা বলে, তাঁরা দেশদ্রোহী।"

বিজেপি বিধায়ক অরবিন্দর সিং লাভলি স্লোগানের জবাবে বলেন, "এই দেশে কেউ সুপ্রিম কোর্টের ঊর্ধ্বে নয়। কোনও কিছুই বিচার ব্যবস্থার ঊর্ধ্বে নয়, এবং সরকার সুপ্রিম নির্দেশ পালন করতে বাধ্য। এইভাবে ন্যায়বিচারের বিরোধিতা করা এবং রাজনীতি করা মানে আপনি দেশের ঐক্য ও অখণ্ডতার জন্য হুমকি। যারা এই দেশকে বিভক্ত করার চেষ্টা করছে তাদের আমি নিন্দা জানাই।"

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে (জেএনইউ) নরেন্দ্র মোদি ও অমিত শাহের বিরুদ্ধে স্লোগানে রেগে আগুন কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং।
  • প্রতিবাদী পড়ুয়াদের দেশবিরোধী, টুকরে টুকরে গ্যাং-এর সদস্য বলে তোপ গিরিরাজের।
  • তাঁর হুঁশিয়ারি, 'ভুলে যেও না এটা নরেন্দ্র মোদির ভারত'।
Advertisement