shono
Advertisement

Breaking News

Union budget

প্রথমবার রবিতে পেশ বাজেট, সিলমোহর সংসদীয় কমিটির, অধিবেশন শুরু কবে?

সচরাচর রবিবারে সংসদের অধিবেশনের হয় না।
Published By: Anwesha AdhikaryPosted: 06:58 PM Jan 07, 2026Updated: 06:58 PM Jan 07, 2026

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রবিবারই বসবে বাজেট অধিবেশনের আসর। প্রত্যেক বছরই ফেব্রুয়ারির প্রথম দিনে কেন্দ্রীয় বাজেট পেশ হয়। চলতি বছর ১ ফেব্রুয়ারি রবিবার পড়লেও বাজেট পেশ হবে বলে জানিয়ে দিয়েছে ক্যাবিনেট কমিটি। এই প্রথমবার কেন্দ্রীয় বাজেট রবিবার পেশ হতে চলেছে। এই নিয়ে অষ্টমবার বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ।

Advertisement

সচরাচর রবিবারে সংসদের অধিবেশনের হয় না। কিন্তু মোদি সরকার বাজেট পেশ সংক্রান্ত রীতি বজায় রাখতে মরিয়া। ২০১৭ সালের আগে পর্যন্ত বাজেট পেশ হত ফেব্রুয়ারি মাসের শেষদিন। পরে মোদি সরকার রীতি বদলায়। ২০১৭ সালের পর থেকে বাজেট পেশ শুরু হয় ১ ফেব্রুয়ারি। সেই রীতি এবারও বজায় রাখা হবে। ফলে ১ ফেব্রুয়ারি রবিবার হলেও সেদিন সংসদের অধিবেশন বসবে। উল্লেখ্য, এর আগে ২০১২ এবং ২০২০ সালে রবিবার সংসদের অধিবেশন হয়েছিল। ৬ বছর পর ফের রবিবারে বসতে চলেছে সংসদের অধিবেশন।

রবিবারে সংসদ খোলা রাখাটা রীতিমতো বিরল। এর আগে ২০২০ সালে করোনা পরিস্থিতিতে জরুরি ভিত্তিতে সংসদের অধিবেশন বসেছিল। তার আগে বসেছিল সেই ২০১২ সালে। সংসদের প্রথম অধিবেশনের ৬০ বছর পূর্তি উপলক্ষে ২০১২ সালের ১৩ মে রবিবার বিশেষ অধিবেশন বসেছিল সংসদের। বুধবার রাজনাথ সিংয়ের নেতৃত্বাধীন সংসদ বিষয়ক ক্যাবিনেট কমিটি সিলমোহর দিয়েছে, রবিবার বাজেট পেশ হবে। জানা গিয়েছে, ২৮ জানুয়ারি রাষ্ট্রপতি ভাষণ দেবেন যৌথ অধিবেশনে। পরের দিন অর্থনৈতিক সমীক্ষার রিপোর্ট পেশ হবে।

উল্লেখ্য, অরুণ জেটলি অর্থমন্ত্রী থাকাকালীন শুরু হয় ১ ফেব্রুয়ারি বাজেট পেশের প্রথা। বাজেটে প্রস্তাবিত বিষয়গুলি নতুন অর্থবর্ষ থেকেই কার্যকর করার ক্ষেত্রে সুবিধার জন্য এই পদক্ষেপ করা হয়েছে। চলতি বছর বেলা ১১টা থেকে শুরু হবে বাজেট পেশ। টানা অষ্টমবার বাজেট পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। একগুচ্ছ রাজ্যে বিধানসভা নির্বাচনকে মাথায় রেখে বার্তা থাকবে কেন্দ্রীয় বাজেটে? 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • সচরাচর রবিবারে সংসদের অধিবেশনের হয় না। কিন্তু মোদি সরকার বাজেট পেশ সংক্রান্ত রীতি বজায় রাখতে মরিয়া।
  • রবিবারে সংসদ খোলা রাখাটা রীতিমতো বিরল। এর আগে ২০২০ সালে করোনা পরিস্থিতিতে জরুরি ভিত্তিতে সংসদের অধিবেশন বসেছিল।
  • অরুণ জেটলি অর্থমন্ত্রী থাকাকালীন শুরু হয় ১ ফেব্রুয়ারি বাজেট পেশের প্রথা। বাজেটে প্রস্তাবিত বিষয়গুলি নতুন অর্থবর্ষ থেকেই কার্যকর করার ক্ষেত্রে সুবিধার জন্য এই পদক্ষেপ করা হয়েছে।
Advertisement