সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাস্তার ধারে সারি সারি বিজ্ঞাপন। জমকালো ব্যানার ফ্লেক্সে সফল পরীক্ষার্থীদের ছবি, বক্তব্য। কোথাও ১০০ শতাংশ চাকরির নিশ্চয়তা, কোথাও আবার ইন্টারভিউতে সাহায্য করার প্রতিশ্রুতি। কোচিং সেন্টারগুলি পড়ুয়াদের আকৃষ্ট করতে বিজ্ঞাপনে চমকের কোনওরকম সীমা-পরিসীমা থাকে না। এবার সেটাতেই রাশ টানতে চাইছে কেন্দ্র। কোচিং সেন্টারের বিজ্ঞাপনের জন্য নতুন গাইডলাইন প্রকাশ করল মোদি সরকার।
কেন্দ্রের নতুন গাইডলাইন অনুযায়ী, কোচিং সেন্টারগুলির বিজ্ঞাপনে আর কোনওরকম বিভ্রান্তিকর তথ্য দেওয়া যাবে না। কী কোর্সের ট্রেনিং করানো হবে, তাতে কী কী শেখানো হবে, শিক্ষক হিসাবে কারা পড়াবেন, তাঁদের যোগ্যতা কী সব বিস্তারিত তথ্য বিজ্ঞাপনে দিতে হবে। শুধু তাই নয়, কোচিং সেন্টারের ফি স্ট্রাকচার, রিফান্ড পলিসি সবটাই স্পষ্টত প্রকাশ করতে হবে। কোনও কোচিং সেন্টার চাকরির নিশ্চয়তা, বা বেতন বৃদ্ধির নিশ্চয়তার কথা বিজ্ঞাপনে লিখতে পারবে না।
টপারদের ছবি বা বক্তব্য প্রকাশের ক্ষেত্রেও নিষেধাজ্ঞা জারি হয়েছে। নিষেধাজ্ঞা অনুযায়ী, অনুমতি ছাড়া সফল পরীক্ষার্থীদের ছবি বা বক্তব্য বিজ্ঞাপনের কাজে লাগাতে পারবে না কোচিং সেন্টারগুলি। অনেক সময় দেখা যায়, পড়ুয়ারা নিজেদের যোগ্যতায় পরীক্ষায় পাশ করে শুধু ইন্টারভিউয়ের জন্য কোচিং সেন্টারে ভর্তি হন, তাঁর ছবিও ছেপে দেওয়া হয়। সেসব এবার অন্ধ করতে হবে।
কেন্দ্রের গ্রাহক বিষয়ক সচিব নিধি খারে জানিয়েছেন, উপভোক্তা হেল্পলাইন মারফত প্রচুর অভিযোগ জমা পড়ায় এই ধরনের পদক্ষেপ করা হচ্ছে। এই পদক্ষেপ করার আগে প্রায় ৫৩ টি নোটিস পাঠানো হয়েছে। এবং সাড়ে ৫৪ লক্ষ টাকার বেশি মূল্যের জরিমানা ধার্য করা হয়েছে। কোনও নির্দিষ্ট কোচিং সেন্টারকে টার্গেট করাটা লক্ষ্য নয়। কোচিং সেন্টারগুলি ইচ্ছাকৃতভাবে বিভ্রান্তিকর বিজ্ঞাপন প্রকাশ করে। সেগুলি রুখে দেওয়ায় লক্ষ।