shono
Advertisement
Madhya Pradesh

যুদ্ধের আবহে জিপিএস ট্র্যাকার নিয়ে বিমানবন্দরে বিদেশিনী! কী ছক ছিল?

মধ্যপ্রদেশের জব্বলপুরের দুমনা বিমানবন্দরে বিদেশিনীর কাছে মিলল জিপিএস ট্র্যাকারটি।
Published By: Gopi Krishna SamantaPosted: 05:28 PM May 09, 2025Updated: 05:28 PM May 09, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বৃহস্পতিবার রাতেই পাকিস্তানের দিক থেকে ঝাঁকে ঝাঁকে মিসাইল উড়ে আসে জম্মু ও কাশ্মীর, পাঞ্জাব-সহ সীমান্তবর্তী কয়েকটি রাজ্যের বেশকিছু জায়গায়। তারপর থেকেই দেশজুড়ে একাধিক গুরুত্বপূর্ণ স্থানে বাড়তি সতর্কতা জারি করা হয়েছে। এই আবহেই শুক্রবার মধ্যপ্রদেশের জব্বলপুরের দুমনা বিমানবন্দরে এক বিদেশি নাগরিকের কাছ থেকে বাজেয়াপ্ত হল গ্লোবাল পজিশনিং সিস্টেম (GPS) ট্র্যাকার।

Advertisement

ভারতে বিমান সফরের ক্ষেত্রে বেশ কিছু জিনিস বহন করার ক্ষেত্রে বিধিনিষেধ রয়েছে। তার মধ্যে রয়েছে জিপিএস ট্র্যাকারও। এদিন বিমানবন্দরে প্রবেশ করার আগে তল্লাশি চালানোর সময় ৬২ বছর বয়সি আমেরিকার কনসাসের বাসিন্দা অ্যাঞ্জেলা কে পারিনার কাছ থেকে ওই জিপিএস ট্র্যাকারটি বাজেয়াপ্ত করা হয়।

দুমনা বিমানবন্দরের ডিরেক্টর আর আর পান্ডে জানিয়েছেন, সিআইএসএফ জওয়ানরা পরীক্ষা করার সময় ওই মহিলার একটি ব্যাগ থেকে জিপিএস ট্র্যাকারটি বাজেয়াপ্ত করে।  এ বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হলে ওই মহিলা জানান, পরিবারের সদস্যদের নিজের লোকেশন সম্পর্কে আপডেট রাখার জন্য তিনি জিপিএস ট্র্যাকারটি নিজের সঙ্গে রেখেছিলেন। ওই মহিলা যাত্রীকে আটক বা গ্রেপ্তার করা হয়নি বলে বিমানবন্দর কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে।

উল্লেখ্য, পাকিস্তানে থাকা সন্ত্রাসবাদের ঘাঁটি গুড়িয়ে দিতে অপারেশন সিঁদুর অভিযান চালিয়েছে ভারত। দেশের বিমানবন্দর গুলিতেও বাড়তি নিরাপত্তা জারি রয়েছে। বাড়ানো হয়েছে নজরদারি। এই আবহেই এবার বিদেশি নাগরিকের কাছ থেকে উদ্ধার হল জিপিএস ট্র্যাকার।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • জব্বলপুরের দুমনা বিমানবন্দরে এক বিদেশি নাগরিকের কাছ থেকে একটি GPS বাজেয়াপ্ত করা হয়েছে।
  • অপারেশন সিঁদুরের পর দেশ জুড়ে একাধিক গুরুত্বপূর্ণ স্থানে বাড়তি সতর্কতা জারি করা হয়েছে।
  • বিমানবন্দর গুলির নিরাপত্তাও বাড়ানো হয়েছে।
Advertisement