shono
Advertisement
Assam

অসমে সেনার ক্যাম্পে গ্রেনেড হামলা! বিস্ফোরণে আহত ৩ সিআরপিএফ জওয়ান

ইতিমধ্যেই শুরু হয়েছে তদন্ত।
Published By: Subhodeep MullickPosted: 05:05 PM Jun 25, 2025Updated: 05:05 PM Jun 25, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অসমে সিআরপিএফ ক্যাম্পে গ্রেনেড হামলা। বিস্ফোরণে আহত হলেন তিন জন জওয়ান। মঙ্গলবার রাতে চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে অসমের গোলাঘাটে। কিন্তু কে বা কারা এই হামলা চালাল, তা এখনও স্পষ্ট নয়। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু হয়েছে।

Advertisement

সেনা সূত্রে খবর, এদিন রাতে গোলাঘাট জেলার সাপনা পানজুরিতে অবস্থিত সেনার ক্যাম্প লক্ষ্য করে একদল যুবক হঠাৎই একটি গ্রেনেড ছোড়ে। এরপরই বিস্ফোরণে কেঁপে ওঠে গোটা এলাকা। জানা গিয়েছে, অভিযুক্তরা একটি মোটরবাইকে করে এসেছিল। হামলা চালিয়েই সেখান থেকে চম্পট দেয় তাঁরা। ঘটনায় গুরুতর জখম হন তিন জওয়ান। গুরুতর আহত অবস্থায় তাঁদের উদ্ধার করে বোকাখাত সিভিল হাসপাতাল ভর্তি করানো হয়। আপাতত সেখানেই তাঁরা চিকিৎসাধীন। আহত জওয়ানরা হলেন সিদ্ধার্থ বরবোরা, সুশীল ভূমিজ এবং মিন্টু হাজারিকা। কিন্তু হামলাকারীদের পরিচয় এখনও জানা যায়নি।

ঘটনার পরই নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে গোটা এলাকা। অভিযুক্তদের খোঁজে শুরু হয়েছে চিরুনি তল্লাশি। গোলাঘাট এবং সংলগ্ন অঞ্চলে জারি করা হয়েছে সতর্কতা। সেনার পাশাপাশি এলাকজুড়ে অভিযানে নেমেছে পুলিশও। এই হামলার নেপথ্যে পাকিস্তান সমর্থিত জঙ্গিদের হাত রয়েছে কি না, তা-ও খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • অসমে সিআরপিএফ ক্যাম্পে গ্রেনেড হামলা।
  • বিস্ফোরণে আহত হলেন তিন জন জওয়ান।
  • মঙ্গলবার রাতে চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে অসমের গোলাঘাটে।
Advertisement