সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পুলিশ সেজে তিন মাস ধরে ‘ডিজিটাল অ্যারেস্ট’। প্রতারকদের পাতা ফাঁদে পা দিয়ে ১৯ কোটি টাকা খোয়ালেন গুজরাটের এক প্রবীণ চিকিৎসক। শুধু তাই নয়, অর্থ জোগাড় করতে ওই চিকিৎসক একাধিক জায়গা থেকে ঋণও নিয়েছিলেন বলে খবর। ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ ইতিমধ্যেই একজনকে গ্রেপ্তার করেছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ১৫ মার্চ থেকে ২৫ জুনের মধ্যে ওই চিকিৎসককে একাধিকবার ভিডিও কল করা হয়। অভিযোগ, পুলিশ সেজে ক্যামেরার সামনে আসে প্রতারকরা। বলা হয়, তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং আধার কার্ডের মাধ্যমে অনেক আর্থিক জালিয়াতি করা হয়েছে। এরপরই ওই চিকিৎসককে গ্রেপ্তারির হুমকি দেওয়া হয়। চিকিৎসকের অভিযোগ, মোট তিন মাস ধরে তাঁকে হুমকি দেওয়া হয়। চাওয়া হয় মোটা অঙ্কের টাকা। ফলে উপায় না পেয়ে তিনি বেশ কয়েকটি স্থায়ী আমানত ভাঙতে বাধ্য হন। এমনকী অর্থ জোগাড় করতে বিভিন্ন জায়গা থেকে ঋণও নেন বলে জানিয়েছেন তিনি। অবশেষে মানসিকভাবে বিধ্বস্ত হয়ে সম্প্রতি ওই চিকিৎসক পুলিশের দ্বারস্থ হন। ঘটনার তদন্তে নেমে ইতিমধ্যেই একজনকে গ্রেপ্তার করেছেন তদন্তকারী আধিকারিকরা।
প্রসঙ্গত, গত বছরের শেষ থেকে ডিজিটাল অ্যারেস্টের নাম করে প্রতারণা বেশি করে সামনে আসছে। সিবিআই, ইডি কিংবা অন্যান্য কেন্দ্রীয় সংস্থার নাম করে ফোন করার পর ভয় দেখিয়ে হাতিয়ে নেওয়া হচ্ছে কোটি কোটি টাকা। সাইবার প্রতারণার থেকে বাঁচতে কেন্দ্রীয় সরকারের তরফে সচেতনতা মূলক প্রচারও করা হচ্ছে। তারপরও দেশের বিভিন্ন কোণা থেকে ডিজিটাল অ্যারেস্টের শিকার হওয়ার খবর আসতেই থাকছে।
