shono
Advertisement

রেকর্ড গড়ে সূর্য নমস্কারের বর্ষবরণ গুজরাটে, রাজ্যের নজির দেখে উচ্ছ্বসিত মোদি

সূর্য নমস্কারে শামিল গুজরাটের মুখ্যমন্ত্রীও।
Posted: 02:41 PM Jan 01, 2024Updated: 02:41 PM Jan 01, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিশ্ব রেকর্ড গড়ে বর্ষবরণ করল গুজরাট (Gujarat)। রাজ্যের ১০৮টি জায়গায় একসঙ্গে সূর্য নমস্কার করলেন ৪ হাজারেরও বেশি মানুষ। গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে (Guinness Book of World Records)  জায়গা করে নিয়েছে এই উদ্যোগ। নতুন বছরের শুরুতে নিজের রাজ্যের এই নজিরে উচ্ছ্বসিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এক্স হ্যান্ডেলে গুজরাটকে শুভেচ্ছা জানিয়েছেন তিনি। উল্লেখ্য, গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল ও স্বরাষ্ট্রমন্ত্রী হর্ষ সাংভি অংশ নিয়েছিলেন এই সূর্য নমস্কারে।

Advertisement

বিখ্যাত মোধেরা সূর্য মন্দির-সহ মোট ১০৮টি জায়গায় সূর্য নমস্কারের আয়োজন করা হয়েছিল। ৫১টি বিভাগের সূর্য নমস্কারে অংশ নিয়েছিলেন চার হাজারেরও বেশি মানুষ। মোধেরায় হাজির ছিলেন গুজরাটের মুখ্যমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী। সেখানেই তৈরি হয় নতুন রেকর্ড। একসঙ্গে সবচেয়ে বেশি মানুষের সূর্য নমস্কারের রেকর্ড এর আগে কোনওদিন ছিল না। প্রথমবার তৈরি হয়েছে এই রেকর্ড। ইতিমধ্যেই এই ঘটনাকে স্বীকৃতিও দেওয়া হয়েছে গিনেস বুকের পক্ষ থেকে। সূর্য নমস্কারের নজির গড়ে উচ্ছ্বসিত গুজরাটের সরকার।

[আরও পড়ুন: বছরের প্রথম দিনেই ৭.৫ রিখটার স্কেলে ভূমিকম্প জাপানে, শুরু সুনামিও]

গিনেস বুকে গুজরাটের নাম ওঠার পরে সোশাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও (Narendra Modi)। এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, “অসাধারণ একটা নজির গড়ে ২০২৪কে স্বাগত জানিয়েছে গুজরাট। একসঙ্গে ১০৮টি জায়গায় সর্বাধিক মানুষ সূর্য নমস্কার করেছেন, গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে স্থান পেয়েছে এই উদ্যোগ। ১০৮ সংখ্যাটি আমাদের সংস্কৃতিতে খুবই গুরুত্বপূর্ণ। দেশবাসীকে অনুরোধ, আপনাদের দৈনন্দিন জীবনে সূর্য নমস্কার করুন। অনেক উপকৃত হবেন।” উল্লেখ্য, ২০২৪ সালের প্রথমদিনের সূর্য নমস্কারে অংশ নিয়েছিলেন নানা ধরনের মানুষ। পড়ুয়া থেকে শুরু করে প্রবীণ নাগরিক, সকলেই শামিল হন গুজরাটের নানা প্রান্তে। সূর্য নমস্কার করে রাজ্যের নাম গিনেস বুকে তুলেছেন তাঁরা।

[আরও পড়ুন: আগামীর লড়াইয়ের জন্য প্রস্তুতি, তৃণমূলের প্রতিষ্ঠা দিবসে বার্তা মমতা-অভিষেকের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement