shono
Advertisement
Arunachal Pradesh

অরুণাচলে ভারত-মায়ানমার সীমান্তে অনুপ্রবেশের চেষ্টা! নিরাপত্তা বাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে পিছু হটল জঙ্গিরা

ভারত-মায়ানমার সীমান্তের লংডিং জেলায় একদল জঙ্গি অনুপ্রবেশের চেষ্টা করে বলে খবর।
Published By: Gopi Krishna SamantaPosted: 08:54 AM Jun 07, 2025Updated: 10:22 AM Jun 07, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারত-পাক অশান্তির আবহেই এবার অরুণাচল প্রদেশের ভারত-মায়ানমার সীমান্তে অনুপ্রবেশের চেষ্টা জঙ্গিদের। যদিও সীমান্তরক্ষী বাহিনীর তৎপরতায় জঙ্গিদের সেই প্রচেষ্টা ব্যর্থ হয় বলে জানা গিয়েছে।

Advertisement

শুক্রবার প্রতিরক্ষা মন্ত্রকের তরফে জানানো হয়েছে, বৃহস্পতিবার রাতে ভারত-মায়ানমার সীমান্তের লংডিং জেলায় একদল জঙ্গি অনুপ্রবেশের চেষ্টা করে। বিষয়টি টহলরত নিরাপত্তা বাহিনীর জওয়ানদের নজরে আসতেই জঙ্গিদের সঙ্গে গুলির লড়াই শুরু হয়ে যায়। নিরাপত্তা বাহিনীর বাধা পেয়ে পিছু হটতে বাধ্য হয় জঙ্গিরা।

প্রতিরক্ষা মন্ত্রকের মুখপাত্র জানিয়েছেন, সীমান্ত এলাকায় জঙ্গিদের অনুপ্রবেশের তৎপরতা চোখে পড়তেই রুখে দাড়ায় নিরাপত্তা বাহিনী। জওয়ানদের দেখতেই গুলি চালাতে শুরু করে জঙ্গিরা। পালটা গুলি চালান জওয়ানরাও। বাধা পেয়ে পিছু হটতে শুরু করে জঙ্গিরা।

গোপন সূত্রে গোয়েন্দারা জানতে পেরেছিলেন, ভারত-মায়ানমার সীমান্তের লংডিং জেলার কাছে জঙ্গি অনুপ্রবেশের চেষ্টা হতে পারে। এরপরই ওই এলাকায় নিরাপত্তা বাড়ানোর হয়। ঘন ঘন পেট্রোলিং শুরু করেন জওয়ানরা। এরই মধ্যে জঙ্গিদের অনুপ্রবেশের চেষ্টার বিষয়টি চোখে পড়ে। জওয়ানদের দেখেই গুলি চালাতে শুরু করে জঙ্গিরা। পালটা জবাব দেওয়া হয় জওয়ানদের তরফেও। এরপরই পিছু হটতে শুরু করে জঙ্গিরা। জানা গিয়েছে, গুলির লড়াইয়ের পর জঙ্গিরা পালিয়ে গেলেও ওই এলাকায় নিরাপত্তা আঁটসাঁট করা হয়েছে। পাশাপাশি কীভাবে জঙ্গি অনুপ্রবেশের চেষ্টা হল সেই বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ভারত-পাক অশান্তির আবহেই এবার অরুণাচল প্রদেশের ভারত-মায়ানমার সীমান্তে অনুপ্রবেশের চেষ্টা জঙ্গিদের।
  • যদিও সীমান্তরক্ষী বাহিনীর তৎপরতায় জঙ্গিদের সেই প্রচেষ্টা ব্যর্থ হয় বলে জানা গিয়েছে।
Advertisement