হেমন্ত মৈথিল, লখনউ: প্রাক্তন প্রধানমন্ত্রী ভারতরত্ন অটলবিহারী বাজপেয়ীর ১০১তম জন্মবার্ষিকীতে লখনউবাসী তথা সারা দেশ পেল এক অনন্য উপহার। বৃহস্পতিবার লখনউতে এক বর্ণাঢ্য অনুষ্ঠানে 'রাষ্ট্র প্রেরণা স্থল'-এর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই বিশেষ কেন্দ্রে তিনি তিন মহান রাষ্ট্রনায়কের মূর্তি উন্মোচন করে দেশবাসীকে উৎসর্গ করেন।
৬৫ একর জমির ওপর বিস্তৃত এই চত্বরে ভারতরত্ন অটলবিহারী বাজপেয়ী, পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় এবং ডঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের সুবিশাল ব্রোঞ্জ মূর্তি স্থাপন করা হয়েছে। প্রতিটি মূর্তির উচ্চতা ৬৫ ফুট। এই মনীষীদের আদর্শ এবং নেতৃত্বের মূল্যবোধকে ভবিষ্যৎ প্রজন্মের কাছে পৌঁছে দেওয়াই প্রকল্পের মূল লক্ষ্য।
রাষ্ট্র প্রেরণা স্থলের অন্যতম আকর্ষণ হল পদ্মফুলের আদলে তৈরি অত্যাধুনিক মিউজিয়াম। প্রায় ৯৮ হাজার বর্গফুট এলাকা জুড়ে বিস্তৃত এই জাদুঘরে ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে ভারতের জাতীয় অগ্রগতির ইতিহাস তুলে ধরা হয়েছে। দর্শনার্থীরা এখানে এক ইন্টারঅ্যাক্টিভ ও শিক্ষামূলক অভিজ্ঞতা পাবেন।
এই প্রকল্প নির্মাণ করতে খরচ হয়েছে প্রায় ২৩০ কোটি টাকা। উদ্বোধনী অনুষ্ঠানে রাজ্যপাল আনন্দীবেন প্যাটেল, মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এবং প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং উপস্থিত ছিলেন। এই কেন্দ্রটি জাতীয় সেবা, সাংস্কৃতিক চেতনা এবং জন-প্রেরণার এক স্থায়ী তীর্থস্থল হিসেবে গড়ে তোলা হয়েছে।
বিজেপির বহু পদাধিকারী এবং সাধারণ জনতার উপস্থিতিতে এই অনুষ্ঠান এক উৎসবের রূপ নেয়। লখনউয়ের বুকে এই রাষ্ট্র প্রেরণা স্থল এখন থেকে পর্যটন ও ইতিহাসের এক নতুন মাইলফলক হয়ে থাকবে।
