সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ১৩ বছরের কিশোরীকে ফাঁকা বাড়িতে নিয়ে গিয়ে মদ খাইয়ে ধর্ষণের অভিযোগ উঠল দিল্লিতে। এই অভিযোগের ভিত্তিতে রাজধানীতে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতদের একজন ব্যাঙ্ক কর্মচারী এবং আর একজন সাঁলোর মালিক।
পুলিশ জানিয়েছে, গত ২০ ডিসেম্বর উত্তর দিল্লির রাজা বিহারে ঘটনাটি ঘটেছে। অভিযোগ, বছর তেরোর ওই কিশোরীকে প্রলোভন দেখিয়ে রাজা বিহারের একটি ফাঁকা বাড়িতে নিয়ে গিয়েছিলেন দুই অভিযুক্ত। তার পর সেখানে কিশোরীকে মদ খাইয়ে ধর্ষণ করা হয় বলে অভিযোগ। কিশোরীর পরিবার পুলিশকে জানিয়েছে, তাদের মেয়ে মত্ত অবস্থায় বাড়ি ফিরেছিল ওই রাতে। তা দেখেই পরিবারের লোকেদের সন্দেহ হয়। এর পর তাকে চাপ দিতেই সে সব কথা বলে দেয়। তার পরেই থানায় অভিযোগ দায়ের করে পরিবার।
ডিসিপি হরেশ্বর স্বামী বলেন, "অভিযোগ পেয়েই তদন্তে নামে পুলিশ। মেয়েটির বয়ান সংগ্রহ করা হয়। তাতেই বোঝা যায়, বড় কিছু ঘটেছে।" পুলিশ জানিয়েছে, এই ঘটনায় ইতিমধ্যেই পকসো এবং ভারতীয় ন্যায় সংহিতার বিভিন্ন ধারায় মামলা রুজু করা হয়েছে। এর পরেই তদন্তে নেমে গ্রেফতার করা হয়েছে দুই অভিযুক্তকে।
