shono
Advertisement

Breaking News

Manipur

ফের হিংসার আগুনে দগ্ধ মণিপুর, বন্দুকবাজের গুলিতে মৃত্যু ৪ জনের

হত্যাকাণ্ডের জায়গা থেকে উদ্ধার হয়েছে ১২টি গুলির খোল।
Published By: Amit Kumar DasPosted: 07:46 PM Jun 30, 2025Updated: 07:46 PM Jun 30, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের রণক্ষেত্র মণিপুর। সোমবার মণিপুরের চুড়াচাঁদপুর জেলায় বন্দুকবাজের হামলায় মৃত্যু হল ৪ জনের। অভিযোগ পয়েন্ট ব্ল্যাক রেঞ্জ থেকে গুলি চালিয়ে হত্যা করা হয় ওই চার জনকে। মৃতদের তালিকায় রয়েছেন ৬০ বছর বয়সি এক বৃদ্ধাও। এই ঘটনায় নতুন করে উত্তেজনা ছড়িয়েছে। এখনও পর্যন্ত এই হত্যাকাণ্ডের দায় স্বীকার করেনি কোনও সংগঠন।

Advertisement

সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, সোমবার দুপুর ২টো নাগাদ এই হামলা চলে চুড়াচাঁদপুর শহর থেকে ৭ কিলোমিটার দূরে মংজাং এলাকায়। পথচলতি একটি গাড়িকে নিশানা করে হামলাকারীরা অভিযোগ বেছে বেছে হত্যা করা চার জনকে। হামলার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে আসে পুলিশ। যদিও এই ঘটনায় এখনও কাউকে গ্রেপ্তার করা হয়নি। গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে। হত্যাকাণ্ডের জায়গা থেকে উদ্ধার হয়েছে ১২টি গুলির খোল। এই ঘটনায় এলাকায় যাতে নতুন করে হিংসা না ছড়ায় তার জন্য বিপুল পরিমাণ নিরাপত্তারক্ষী মোতায়েন করা হয়েছে। জোরকদমে শুরু হয়েছে তল্লাশি অভিযান।

উল্লেখ্য, ২০২৩ সাল থেকে কুকি ও মেতেই জনগোষ্ঠীর সংঘর্ষে লাগাতার অশান্তি চলছে মণিপুরে। গত ২ বছর ধরে চলা সন্ত্রাসে সেখানে মৃত্যু হয়েছে দুশোর বেশি মানুষের। সরকারি হিসেবে অনুযায়ী এখনও পর্যন্ত ঘরছাড়া ৬০ হাজারের বেশি মানুষ। চলতি বছরের শুরুতে নতুন করে মণিপুরে হিংসা ছড়ানোয় ফেব্রুয়ারি মাস থেকে জারি রয়েছে রাষ্ট্রপতি শাসন। কার্যত সেনার নিয়ন্ত্রণে রয়েছে গোটা মণিপুর। এহেন পরিস্থিতির মাঝে ফের এই হত্যাকাণ্ড প্রশ্ন তুলছে মণিপুরের নিরাপত্তা নিয়ে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ফের রণক্ষেত্র মণিপুর।
  • সোমবার মণিপুরের চুড়াচাঁদপুর জেলায় বন্দুকবাজের হামলায় মৃত্যু হল ৪ জনের।
  • অভিযোগ পয়েন্ট ব্ল্যাক রেঞ্জ থেকে গুলি চালিয়ে হত্যা করা হয় ওই চার জনকে।
Advertisement