shono
Advertisement

Breaking News

Kerala

হাতে হামাস, হেজবোল্লা প্রধানদের পোস্টার! কেরলে শোভাযাত্রা ঘিরে উত্তাল রাজনীতি

শোভাযাত্রায় কংগ্রেসের প্রাক্তন বিধায়কের উপস্থিতি বিতর্ক আরও বাড়িয়ে তুলেছে।
Published By: Amit Kumar DasPosted: 10:49 AM Feb 18, 2025Updated: 10:49 AM Feb 18, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্যালেস্টাইনের জঙ্গিগোষ্ঠী হামাস ও হেজবোল্লা প্রধানদের ছবি হাতে শোভাযাত্রা কেরলে। সেই ঘটনায় ছবি সোশাল মিডিয়ায় ভাইরাল হতেই বিতর্ক চরমে উঠল। এভাবে প্রকাশ্যে জঙ্গিদের সমর্থনের ঘটনায় কেরলের বাম সরকারের দিকে অভিযোগের আঙুল তুলেছে বিজেপি। তাদের অভিযোগ, পিনারাই বিজয়নের সরকার উগ্রপন্থীদের প্রতি সহানুভূতিশীল।

Advertisement

জানা গিয়েছে, এই ঘটনা কেরলের পানাক্কাড জেলার ত্রিথালা এলাকার। গত রবিবার এখানে এক মসজিদের তরফে শোভাযাত্রার আয়োজন করা হয়। হাতির পিঠে চড়ে বিরাট এই শোভাযাত্রায় দেখা যায় একদল যুবককে তাঁদের হাতে রয়েছে হামাসের শীর্ষ নেতা শিনওয়ার, ইসমাইল হানিয়া ও হেজবোল্লা প্রধান হাসান নাসরাল্লার পোস্টার। মুহূর্তের মধ্যে সেই ঘটনার ভিডিও ভাইরাল হয় সোশাল মিডিয়ায়। এর পরই কেরলের বাম সরকারের বিরুদ্ধে সরব হন, কেরলের বিজেপি সভাপতি সুরেন্দ্রন। তিনি অভিযোগ করেন, 'এই ভিডিও প্রমাণ করে কেরলের মাটিতে বাম সরকারের ইন্ধনে দেশবিরোধী সংগঠন ও কট্টরপন্থীদের বাড়বাড়ন্ত ব্যপকভাবে বেড়েছে। শুধুমাত্র ভোটব্যাঙ্কের রাজনীতির জন্য এদের আস্কারা দিয়ে চলেছে কেরল সরকার। সরকারের সমর্থনেই চলছে এই সব কর্মকাণ্ড।"

শুধু তাই নয়, এই শোভাযাত্রায় কংগ্রেসের প্রাক্তন বিধায়ক বিটি বলরামের যোগদান বিতর্ক আরও বাড়িয়ে তুলেছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি জানান, এটা কোনও ধর্মীয় শোভাযাত্রা ছিল না। সেখানে কয়েকজন যুবক এই সব ছবি ব্যবহার করে এটাকে সাম্প্রদায়িক রূপ দেওয়ার চেষ্টা করেছেন। গোটা ঘটনায় সংবাদমাধ্যমকে নিশানায় নিয়ে সরব হয়েছেন কংগ্রেস নেতা বলরাম। তিনি লেখেন, 'কিছু ব্যক্তি ত্রিথলা উৎসবের ঘটনাকে হাতিয়ার করে মুসলিম সম্প্রদায় ও কেরলকে নিশানা করছেন।' তাঁর দাবি, 'যে সব ভারতীয় সংঘ পরিবারের সঙ্গে যুক্ত নন তাঁরা সকলেই প্যালেস্টাইনের মানুষ ও তাঁদের স্বাধীনতার আকাঙ্ক্ষাকে সমর্থন করেন।'

কংগ্রেস নেতার দাবি, 'হামাস নেতাদের নায়ক হিসেবে তুলে ধরা ঠিক কিনা তা আলাদা বিষয়। তবে রবিবারের ঘটনাকে ইস্যু করে বিজেপি মুসলিম বিরোধী ঘৃণা ছড়াতে উঠে পড়ে লেগেছে। ত্রিথলার মানুষ এই বিভাজনকারীদের প্রচেষ্টাকে অবশ্যই রুখে দেবে।' এই ঘটনা প্রসঙ্গে পুলিশের তরফে জানানো হয়েছে, ত্রিথলা থানা এলাকায় এই ধরনের ঘটনা ঘটেছে ঠিকই তবে এর প্রেক্ষিতে আমরা কোনও অভিযোগ পাইনি তাই কারও বিরুদ্ধে কোনও পদক্ষেপ নেওয়া হয়নি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • প্যালেস্টাইনের জঙ্গিগোষ্ঠী হামাস ও হেজবোল্লা প্রধানদের ছবি হাতে শোভাযাত্রা কেরলে।
  • সেই ঘটনায় ছবি সোশাল মিডিয়ায় ভাইরাল হতেই বিতর্ক চরমে উঠল।
  • কেরলের বাম সরকারের দিকে অভিযোগের আঙুল তুলেছে বিজেপি।
Advertisement