সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শ্লীলতাহানির অভিযোগ জানাতে থানায় গিয়েছিল বছর ষোলর কিশোরী৷ অভিযোগ দায়েরের বদলে সে যে অভিজ্ঞতার মুখে পড়ল, তা হতাশাজনক তো বটেই, খোদ পুলিশ বিভাগের কাছেই লজ্জার৷ অভিযোগকারীর সঙ্গে কনস্টেবলের আচরণের সেই ভিডিও ভাইরাল হতেই তাই তড়িঘড়ি পদক্ষেপ করল প্রশাসন৷ কানপুরের নাজিরাবাদ থানার হেড কনস্টেবলকে সরিয়ে দেওয়া হল কাজ থেকে৷
[ আরও পড়ুন: হোয়াটসঅ্যাপে নিজের মৃত্যুর ভুয়ো খবর! লাগাতার শোকবার্তায় অতিষ্ঠ সংবাদকর্মী]
‘এই আংটি পরেছো কেন? চুড়িই বা কেন পরো? গলার এটা কী পরেছো? এত গয়নাগাঁটি কেন পরেছো? এসব দেখেই তো বোঝা যায়, তুমি কেমন মেয়ে৷’ – নিগৃহীতা, অভিযোগকারী কিশোরীর সঙ্গে কনস্টেবলের এসব কথাবার্তার ভিডিওই ভাইরাল হয়েছে৷ রাস্তায় তার সঙ্গে শ্লীলতাহানির ঘটনা ঘটেছে৷ তাই সুবিচারের আশায় নাজিরাবাদ থানায় গিয়েছিল এক কিশোরী৷ সঙ্গে ছিল ভাই৷ মেয়েটি এফআইআর দায়েরের কথা বলতেই তার দিকে আপাদমস্তক তাকিয়ে কর্তব্যরত কনস্টেবল শুরু করেন হাজারও প্রশ্ন, যা আদৌ ঘটনার সঙ্গে সম্পর্কিতই নয়৷ বরং মেয়েটির পোশাক-পরিচ্ছদ নিয়ে কথা বলতে থাকেন তিনি৷ এটাই বারবার বলেন যে এত গয়নাগাঁটি পরার কারণেই পথে সে নিগৃহীতা হয়েছে৷ এবং এফআইআর নিতেও গড়িমসি করা হয়৷
এসব দেখে অভিযোগকারীর ভাই কোনও প্রতিবাদ না করে চুপচাপ মোবাইলে সবটা রেকর্ড করে নেয়৷ তারপর সেই ভিডিও ভাইরাল হয়ে যায়৷ এরপর আর ঝুঁকি নেয়নি কানপুর পুলিশ বিভাগ৷ অভিযুক্ত কনস্টেবলকে কাজ থেকে সরিয়ে দেওয়া হয়েছে৷ পরে অবশ্য চাপে পড়ে নাজিরাবাদ থানা এফআইআর গ্রহণ করেছে৷ ঘটনার তীব্র নিন্দা করেছেন কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী৷
এর আগেও শ্লীলতাহানি, ধর্ষণের অভিযোগ নিয়ে থানায় গিয়ে পুলিশ কর্মীদের হেনস্তার মুখে পড়েছেন নিগৃহীতা, এমন ঘটনা বিরল নয়৷ পোশাকআশাকের জন্যই মেয়েরা পথেঘাটে নিগ্রহের মুখে পড়েন, এমন কথা শোনা গিয়েছে খোদ নেতা-মন্ত্রীদের মুখেই৷ সেই তালিকাতেই এবার যুক্ত হয়েছে এই কনস্টেবল৷
The post ‘এত গয়না পরেছো কেন?’ অভিযোগকারী নিগৃহীতা কিশোরীকে প্রশ্ন করে বরখাস্ত পুলিশ কর্মী appeared first on Sangbad Pratidin.