সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ব্রেন স্ট্রোকের জেরে আশঙ্কাজনক অযোধ্যার রাম জন্মভূমি মন্দিরের প্রধান পুরোহিত মহান্ত সত্যেন্দ্র দাস। গুরুতর অসুস্থ মন্দিরের প্রধান পুরোহিতকে সঞ্জয় গান্ধী পোস্ট গ্র্যাজুয়েট ইন্সটিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার হাসপাতালের তরফেই তাঁর স্বাস্থ্য়ের বিষয়ে জানানো হয়েছে।
এক বিবৃতিতে হাসপাতাল জানিয়েছে, রবিবার গুরুতর অসুস্থ অবস্থায় ৮৫ বছরের সত্যেন্দ্র দাসকে হাসপাতালে ভর্তি করা হয়। ব্রেনস্ট্রোকে আক্রান্ত হন তিনি। রামমন্দিরের প্রধান পুরোহিত ডায়বেটিস এবং হাইপারটেনশনের রোগী। বর্তমানে নিউরোলজি বিভাগের এইচডিইউতে ভর্তি রয়েছেন তিনি। এখনও শারীরিক অবস্থা গুরুতর হলেও স্বাস্থ্যের প্য়ারামিটারগুলি আগের চেয়ে স্থিতিশীল রয়েছে। চিকিৎসকদের সর্বক্ষণের পর্যবেক্ষণে রয়েছেন তিনি।
১৯৯২ সালের ৬ ডিসেম্বর বাবরি মসজিদ ধ্বংসের সময় অস্থায়ী মন্দিরের পুরোহিত ছিলেন সত্যেন্দ্র দাস। সেই সময় এক টানা ৯ মাস কার্যভার সামলান তিনি। রামমন্দিরের দীর্ঘতম সময়ের পুরোহিতের আধ্যাত্মিক জীবনের সূত্রপাত হয়েছিল মাত্র ২০ বছর বয়সে। তিনি নির্বাণা আখড়ার সন্ন্যাসী। রামমন্দির সংক্রান্ত খবরের জন্য সদালাপি সত্যেন্দ্র দাসের সঙ্গেই যোগাযোগ করে থাকে গোটা ভারতের মিডিয়া।
