shono
Advertisement
Abhijit Gangopadhyay

দিনভর একাধিক পরীক্ষা, কেমন আছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়? জানাল দিল্লি এইমস

বৃহস্পতিবারই কলকাতা থেকে তাঁকে এয়ারলিফট করে নিয়ে যাওয়া হয়েছে দিল্লিতে।
Published By: Sucheta SenguptaPosted: 05:40 PM Jun 20, 2025Updated: 05:49 PM Jun 20, 2025

সোমনাথ রায়, নয়াদিল্লি: গ্যাস্ট্রো ইনটেস্টাইনাল সেপসিসের মতো গুরুতর রোগে আক্রান্ত তমলুকের বিজেপি সাংসদ তথা প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তাঁর শারীরিক অবস্থায় বেশ সংকটজনক। সেই কারণে কলকাতা থেকে বৃহস্পতিবার এয়ারলিফট করে ৬৩ বছরের সাংসদকে নিয়ে যাওয়া হয়েছে দিল্লিতে। সেখানে এইমসে ভর্তি হয়ে চিকিৎসা শুরু হয়েছে তাঁর। শুক্রবার প্রথম দিল্লি এইমসের তরফে অভিজিৎবাবুর শারীরিক অবস্থার কথা জানানো হয়েছে। প্রাথমিকভাবে জানা যাচ্ছে, এইমসের চিকিৎসায় সাড়া দিচ্ছেন সাংসদ। তবে এদিন দিনভর তাঁর একাধিক শারীরিক পরীক্ষা হয়েছে।

Advertisement

বৃহস্পতিবার রাতের দিকে এয়ার অ্যাম্বুল্যান্সে দিল্লি পৌঁছন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তাঁকে তড়িঘড়ি ভর্তি করা হয় এইমসে। সেখান ১৮ নং রুমে আপাতত তিনি রয়েছেন। জিআই সেপসিসে ভুগতে থাকা প্রবীণ সাংসদের চিকিৎসায় মেডিক্যাল বোর্ড তৈরি হয়েছে। নানারকম পরীক্ষানিরীক্ষা করে তাঁর শারীরিক পরিস্থিতি কতটা জটিল, ঠিক কী ধরনের ওষুধ, চিকিৎসা প্রয়োজন, তা বুঝতে চাইছেন তাবড় চিকিৎসকরা। শুক্রবার বিকেল নাগাদ অভিজিৎবাবুর শারীরিক অবস্থার কথা জানানো হয়েছে এইমসের তরফে। একটি বিষয় চিকিৎসকরা নিশ্চিত যে চিকিৎসায় সাড়া দিচ্ছেন ৬৩ বছরের সাংসদ।

গত ১৪ জুন, বাড়িতে গুরুতর অসুস্থ হয়ে পড়েন তমলুকের বিজেপি সাংসদ তথা প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। হঠাৎ ভীষণ পেটে ব্যথা শুরু হয় তাঁর। বাড়িতে তিনি বেশ কয়েকবার বমিও করেছিলেন বলে জানা যায়। সঙ্গে সঙ্গেই তাঁকে নিউ আলিপুরের নামী বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সঙ্গে সঙ্গে তাঁর একাধিক পরীক্ষা নিরীক্ষা করেন চিকিৎসকরা। পরিস্থিতি বিবেচনা করে তাঁকে আইসিউতে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। সেখানেই বৃহস্পতিবার প্রবীণ সাংসদের শারীরিক অবস্থার আরও অবনতি হতে থাকে। আর সময় নষ্ট করেননি চিকিৎসা। দ্রুত অভিজিৎবাবুকে এয়ারলিফট করে দিল্লির এইমসে চিকিৎসা করাতে নিয়ে যাওয়া হয়। তাঁর দ্রুত আরোগ্য কামনা করেছেন অনুরাগীরা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • দিল্লি এইমসে ভর্তি তমলুকের বিজেপি সাংসদ, কেমন আছেন তিনি?
  • এইমস সূত্রে খবর, তাঁর চিকিৎসায় তৈরি হয়েছে মেডিক্যাল বোর্ড, তিনি সাড়াও দিচ্ছেন।
Advertisement