shono
Advertisement

সারা বিশ্বে সেরার তকমা পেল ভারতের এই বিমানবন্দর

জানেন কেন? The post সারা বিশ্বে সেরার তকমা পেল ভারতের এই বিমানবন্দর appeared first on Sangbad Pratidin.
Posted: 07:27 PM Mar 07, 2017Updated: 01:57 PM Mar 07, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাজীব গান্ধী হায়দরাবাদ আন্তর্জাতিক বিমানবন্দর৷ প্রতিদিন হাজার হাজার মানুষ যাতায়াত করে বিশাল এই বন্দর দিয়ে৷ ওড়ে সরকারি-বেসরকারি একাধিক বিমান৷ কিন্তু যাওয়ার পথে কখনও খেয়াল করেছেন কি বিশাল এই বিমানবন্দর যতটা সুন্দর ততটাই ভাল এর পরিষেবা৷ জাতীয়-আন্তর্জাতিক উড়ানে যাঁরা যাতায়াত করেন, তাঁরাও মানেন এর পরিষেবার গুণ৷ পরিষেবার জোরেই এবার আন্তর্জাতিক শিরোপা পেল হায়দরাবাদের এই ব্যস্ততম বিমানবন্দর৷ এয়ারপোর্ট কাউন্সিল ইন্টারন্যাশনাল-এয়ারপোর্ট সার্ভিস কোয়ালিটির নিরিখে পরিষেবার বিচারে বিশ্বের বিমানবন্দরগুলির মধ্যে সেরার তকমা পেল হায়দরাবাদ বিমানবন্দরই৷

Advertisement

দরজা বন্ধ করে ছাত্রীদের পোশাক পাল্টানোয় বাধা কলেজ অধ্যক্ষের

পাবলিক-প্রাইভেট পার্টনারশিপে চলা এই বিমানবন্দরের পরিষেবার ব্যাপক হারে উন্নতি হয়েছে ২০০৯ থেকে ২০১৬ সালের মধ্যে৷ এর জন্য নিজেদের যাত্রী, কর্মী ও বিমানের কর্মীদের ধন্যবাদ জানানো হয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষের তরফ থেকে৷ ২৭ মার্চ মরিশাসে আনুষ্ঠানিক ভাবে সম্বর্ধনা দেওয়া হবে হায়দরাবাদ বন্দরকে৷ থাকবে কনফারেন্স ও প্রদর্শনীর ব্যবস্থা৷

ফুচকা খেতে গিয়ে ৫ লক্ষ টাকা খোয়ালেন এক যুবক

The post সারা বিশ্বে সেরার তকমা পেল ভারতের এই বিমানবন্দর appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement